সর্বশেষ পাকিস্তানের ক্রিকেট বোর্ডের ন্যাশনাল ক্রিকেট একাডেমির দায়িত্ব পালন করছিলেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে গত মাসেই তার চুক্তি শেষ হয়ে যায়। এবার ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং কোচের দায়িত্ব নিলেন তিনি। তবে সেটি এক মাসের জন্য।
ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ হতে পেরে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সঙ্গে কাজ করাটা বিশেষ সুযোগ। তারা অনেক গ্রেট ক্রিকেটার জন্ম দিয়েছে। এবং নব্বইয়ের দশকে দলটির সঙ্গে খেলার দারুণ স্মৃতি রয়েছে আমার।’তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে তারা হয়তো বিশ্ব ক্রিকেটে শক্তিধর নয়। তবে ব্যতিক্রমী ক্রিকেটার তৈরিতে তাদের দারুণ পাইপ লাইন রয়েছে। এটা সল্প সময়ের চুক্তি। তবে ব্যতিক্রমী কিছু করার জন্য এক মাস আমার জন্য যথেষ্ট।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন