শিরোনাম

প্রচ্ছদ /   <<<<<এইমাত্র বাতিল হল টি-টোয়েন্টি কাপ>>>>> এবার সেই টি-টোয়েন্টি কাপ কেন বাতিল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ? বেড়িয়ে এলো ভিতরের খবর

<<<<<এইমাত্র বাতিল হল টি-টোয়েন্টি কাপ>>>>> এবার সেই টি-টোয়েন্টি কাপ কেন বাতিল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ? বেড়িয়ে এলো ভিতরের খবর

Avatar

মঙ্গলবার, মে ৮, ২০১৮

প্রিন্ট করুন

বিপিএলে ৫ জন বিদেশী ক্রিকেটার নিয়ে প্রশ্ন সেই অনেকদিন আগের থেকেই। ধারনা করা হচ্ছিলো ৫ জন বিদেশী ক্রিকেটার খেলার কারনেই পারফর্ম করতে পারবেন না দেশী ক্রিকেটাররা।তবে বিসিবি আশ্বাস দিয়েছিলো দেশী ক্রিকেটারদের নিয়ে টি-২০ কাপ আয়োজনের জন্য। কিন্তু আজ মঙ্গলবার শোনা গেলো উল্টো সুর। এই টুর্নামেন্ট নতুন হওয়ার কারণ নাকি সময় স্বল্পতার সঙ্গে যোগ হয়েছে রোজা আর বৃষ্টি।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম বলেন, আমরা এই টুর্নামেন্ট নিয়ে আশাবাদী ছিলাম। কিন্তু এ বছর আর করা হচ্ছে না। সামনে রোজা সাথে বৃষ্টির মৌসুম। তাই আপাতত সরে আসছি আমরা। তবে এটা নিশ্চিত থাকেন যে সামনের বছর থেকে আমরা ঠিক সময়েই এটা আয়োজন করবো।’বিপিএলে ৫ জন বিদেশী ক্রিকেটার নিয়ে প্রশ্ন সেই অনেকদিন আগের থেকেই। ধারনা করা হচ্ছিলো ৫ জন বিদেশী ক্রিকেটার খেলার কারনেই পারফর্ম করতে পারবেন না দেশী ক্রিকেটাররা।

তবে বিসিবি আশ্বাস দিয়েছিলো দেশী ক্রিকেটারদের নিয়ে টি-২০ কাপ আয়োজনের জন্য। কিন্তু আজ মঙ্গলবার শোনা গেলো উল্টো সুর। এই টুর্নামেন্ট নতুন হওয়ার কারণ নাকি সময় স্বল্পতার সঙ্গে যোগ হয়েছে রোজা আর বৃষ্টি।এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম বলেন, আমরা এই টুর্নামেন্ট নিয়ে আশাবাদী ছিলাম। কিন্তু এ বছর আর করা হচ্ছে না। সামনে রোজা সাথে বৃষ্টির মৌসুম। তাই আপাতত সরে আসছি আমরা। তবে এটা নিশ্চিত থাকেন যে সামনের বছর থেকে আমরা ঠিক সময়েই এটা আয়োজন করবো।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন