আগামী জুনে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে সিরিজ শেষেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা।আর আসন্ন ওয়েস্ট ইন্ডিজের সফরকে সামনে রেখে এবার অনুশীলন ক্যাম্পের জন্য ৩১ জন ক্রিকেটারে নাম ঘোষণা করেছে বিসিবি। আগামী ১৩ মে বিসিবির স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ানের তত্ত্বাবধানে শুরু হবে ক্যাম্প।
৩১ সদস্যের প্রাথমিক দল- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বী, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ চৌধুরী রাহী, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, শফিউল ইসলাম, নাজমুল ইসলাম অপু, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু ও আব্দুর রাজ্জাক।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন