শিরোনাম

প্রচ্ছদ /   ম্যাচ শুরুর কিছু আগেই ২ পরিবর্তনের ইঙ্গিত ! দেখুন আজকের ম্যাচে গেইল খেলবেন কিনা

ম্যাচ শুরুর কিছু আগেই ২ পরিবর্তনের ইঙ্গিত ! দেখুন আজকের ম্যাচে গেইল খেলবেন কিনা

Avatar

মঙ্গলবার, মে ৮, ২০১৮

প্রিন্ট করুন

আইপিএলে তারকা সম্পন্ন দল নিয়েও নিজেদের মেলে ধরতে পারছে না রাজস্থান রয়্যালস। জস বাটলার-বেন স্টোকসদের মত তারকা ক্রিকেটাররা দলে থাকলেও টেবিলের তলানিতে অবস্থান করছে আইপিএলের প্রথম চ্যাম্পিয়নরা। রাজস্থান বড় বড় তারকাদের নিয়ে যেভাবে নিজেদের মেলে ধরতে পারছে না এর উল্টো চিত্র অবশ্য কিংস ইলেভেন শিবিরে। ক্রিস গেইল-লোকেশ রাহুল প্রতি ম্যাচেই দারুণ সূচনা এনে দিচ্ছেন দলকে।

আজ মঙ্গলবার (৮ মে) জিতলেই প্লে-অফের পথে আরো একধাপ এগিয়ে যাবে মালকিন প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। আর হারলেই আইপিএলে প্লে-অফে জায়গা করে নেয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে রাজস্থান রয়্যালসের। এই সমীকরণ মাথায় রেখেই ঘরের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে আজিঙ্কা রাহানের দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।দু’দলের শেষ দেখায় জয় নিয়েই মাঠ ছেড়েছে পাঞ্জাব শিবির। উইকেট রক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুল তো একাই সেদিন দলকে জিতিয়েছেন। তাই ফিরতি লেগের ম্যাচে খানিকটা নির্ভার হয়েই মাঠে নামবে রবিচন্দ্র অশ্বিনের দল।

পাঞ্জাব নির্ভার থাকলেও এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই রাজস্থানের। দেয়ালে পিঠ থেকে যাওয়া দলটির একাদশেও আসতে পারে একাধিক পরিবর্তন। তবে পরিবর্তন সম্পর্কে এখনো নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। অপরদিকে জয়ের ধারা অব্যাহত থাকার জন্য অপরিবর্তন একাদশ নিয়ে মাঠে দেখা যাবে কিংস ইলেভেন পাঞ্জাবকে। তবে প্রীতির কথায় ২ টি পরিবর্তনের ইঙ্গিত দিলেন কোচ ।রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: জস বাটলার (উইকেট রক্ষক), ডি’আর্চি শর্ট, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), সঞ্জু স্যামসন, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠি, স্টুয়ার্ট বিনি, কে সি গৌতম, জোফরা আর্চার, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাট।কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, লোকেশ রাহুল (উইকেট রক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, মনোজ তিওয়ারি, করুন নায়ার, মার্কাস স্টোয়নিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্র আশ্বিন (অধিনায়ক), এন্ড্রু টাই, মুজিব জাদরান, অঙ্কিত রাজপুত।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন