আজ মঙ্গলবার (৮ মে) জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস, সিলেক্ট ওয়ান ও বাংলাদেশি চ্যানেল নাইন এবং ধারাবিবরণী শুনতে কান পাতুন রেডিও ৯২.৮-এ।
দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে এবারের আসরে ফিরেছে প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। তবে এ আসরে তুলনামূলক শক্তিশালী দল গড়েও লাভ হয়নি তাদের। আজকের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে হারলে প্রথম রাউন্ড থেকে বাদ পড়া নিশ্চিত হয়ে যাবে রাজস্থানের। অন্যদিকে পয়েন্ট টেবিলের তিনে থাকা পাঞ্জাব তাদের হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো দৃঢ় করতে চাইবে।
বাঁচা-মরার লড়াইয়ে আজকের ম্যাচে রাজস্থানের একাদশে আসতে পারে দুই পরিবর্তন। একাদশের বাইরে থাকতে পারেন ডি’অর্কে শর্ট ও অনুরাত সিং। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন স্ট্রুয়ার্ট বিনি ও পেস অলরাউন্ডার বেন লিগলেন।বিদেশি কোটায় চার ক্রিকেটার-জস বাটলার, বেন স্টোকস, জফরা আর্চার, বেন লিগলেনরাজস্থানের সম্ভাব্য একাদশ-জস বাটলার (উইকেটকিপার), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), সঞ্জু স্যামসন, রাহুল ত্রিপাঠী, বেন স্টোকস, স্টুয়ার্ট বিনি, কৃষ্ণপ্পা গৌথাম, জফরা আর্চার, শ্রীরাম গোপাল, জয়দেব উনাদকাত, বেন লিগলেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন