ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টেস্টে অভিষেক হতে যাচ্ছে আফগানিস্তানের। আর সেই একমাত্র টেস্টের জন্য মঙ্গলবার (৮ মে) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর এই স্কোয়াডে জায়গা করে নিয়েছে আইপিএল মাতানো চার তরুণ ক্রিকেটার।
আর বিরাটের অনুপস্থিতে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অজিঙ্কা রাহানে। রাহানের ওপর দায়িত্বভার দিয়ে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই। তবে দলে রাখা হয়নি অভিজ্ঞ রোহিত শর্মাকে। অন্যদিকে বিশ্রামে রয়েছেন জাস্প্রিত বোমরাহ।তবে আইপিএলে দারুণ পারফরম্যান্স উপহার দেওয়ায় ভারতীয় এই স্কোয়াডে জায়গা পেয়েছেন ন্যায়ার, কুলদীপ, শারদুল ও লোকেশ রাহুলের মতো তরুণ তারকারা।
ভারতের ১৫ সদস্যের স্কোয়াড: অজিঙ্কা রাহান, চেতেশ্বর পূজারা, শিখর ধাওয়ান, মুরালি বিজয়, লোকেশ রাহুল, করুণ নায়ার, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ শামি, হার্দিক পাণ্ড্য, ইশান্ত শর্মা, শারদুল ঠাকুর
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন