বেশ কয়েকদিন যাবত গুঞ্জন শোনা যাচ্ছে, আবারো আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ফিরতে চান মাশরাফি। আর টেস্টে মাশরাফি ফিরুক এমনটিই চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনটিই জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তবে বিষয়টি মাশরাফির উপরেই ছেড়ে দিয়েছেন তিনি। কারণ মাশরাফি যদি টেস্টে ফেরার জন্য আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয় তাহলেই কেবল বিসিবি তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
খন মাশরাফির আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করছে বিসিবি।এ প্রসঙ্গে আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘টেস্টে সে (মাশরাফি) আগ্রহ প্রকাশ করেছে তবে অফিসিয়ালি সেটি জানালে খুব ভালো হবে।’ তিনি আরো বলেন, ‘আমাদের মাশরাফিকে নিয়ে কোন সন্দেহ নেই। সে অন্যতম সেরা একজন খেলোয়াড়। সে যদি অফিসিয়ালি জানায় তাহলে আমরা সেই ব্যাপারটি খুবই উৎসাহ সহকারে বিবেচনা করবো।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন