আরো একবার অন্যায় করা হল সাকিবের সাথে। ম্যাচ সেরা হওয়ার মত যথেষ্ট ভালো পারফর্ম করেও ম্যাচ সেরা হতে পারলনা বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অথচ ম্যাচ সেরা হলেন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন।সানরাইজার্স যখন ব্যাটিং বিপর্যয়ে, তখনই কেন উইলিয়ামসনের সাথে দারুন এক জুটি গড়ে দলকে এগিয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। কঠিন মুহুর্তে ব্যাট হাতে ৩২ বলে ৩৫ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন সাকিব।
এরপর বল হাতেও জ্বলে উঠেন এই অলরাউন্ডার। নিজের প্রথম ওভারেই ফেরান প্যাটেল’কে যিনি ১৩ বলে ২০ রান করে সানরইজার্সের গলার কাটা হয়েছিলেন এরপর সাকিব ফেরান প্রতিপক্ষ দলটির সবচেয়ে ভয়ানক তারকা বিরাট কোহলিকে। এই কোহলি আউট হওয়ার আগে ৩০ বলে ৩৯ রান করে সানরাইজার্সের মাথা ব্যাথা বাড়িয়েছিলেন।
গতকালের ম্যাচে আইপিএলে ৪০০টি ডট বল দেয়ার রেকর্ড গড়েছেন সাকিব। এখন পর্যন্ত আইপিএলের আসরে এই নিয়ে ১৩তম বিদেশী হিসেবে ৪০০টি ডট বল দেয়ার রেকর্ড গড়লেন টাইগার অলরাউন্ডার।
আর সবমিলিয়ে ৪৩তম বোলার হিসেবে এবং চতুর্থ বিদেশী স্পিনার হিসেবে এই কীর্তিতে নাম লেখালেন তিনি। শুধু তাই নয়, ৪০০টি ডট বল দেয়া ১ম বিদেশি বাঁহাতি স্পিনারও এখন সাকিব।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন