আইপিএলের এবারের আসরের শুরু থেকেই দুর্ধর্ষরূপে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। তার ঘূর্ণিতে কুপোকাত প্রতিপক্ষ। আর দলের প্রয়োজনে আছেন ব্যাট হাতেও। কালও এর ব্যতিক্রম হলো না। কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে কাল ৫ রানে হারিয়েছে হায়দরাবাদ। পাশাপাশি নিশ্চিত করেছে প্লে-অফের খেলা। এতে অন্যতম অবদান সাকিবের। প্রথমে ব্যাট এবং পরে বল হাতে আগুন ঝরিয়েছেন তিনি। ফলে তার প্রশংসায় পঞ্চমুখ হায়দরাবাদ মেন্টর ভিভিএস লক্ষ্মণ।
কাল প্রথম ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। ৩২ বলে পাঁচ বাউন্ডারিতে ৩৫ রান করেছেন। পরে বল হাতেও দুর্ধর্ষ ছিলেন। বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বোলিং ফিগার ছিল তারই। তিনি চার ওভার বল করে দিয়েছেন ৩৬ রান। শিকার করেছেন দুটি উইকেট।
ক্রিকইনফোর এক আলোচনা অনুষ্ঠানে ম্যাচ শেষে হগ বলেন, ‘আপনি সাকিবের ব্যাটিং দেখুন। কঠিন উইকেটে ৩৫ রান করে উইলিয়ামসনের সাথে বড় পার্টনারশিপ এনে দিয়েছে সে।’অপরদিকে সাকিবের প্রশংসা করেছেন দলটির মেন্টর লক্ষ্মণও। তিনি বলেন, ‘সাকিব প্রায়ই দুটি করে উইকেট নিচ্ছে, রান চেক দিচ্ছে। সে অনেক ঠান্ডা মেজাজের। আমি মনে করি আমাদের বোলারদের মধ্যে সেই সবচেয়ে আন্ডাররেটেড।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন