একজন খেলোয়াড় জানেন, আজকের খেলা শেষ। কিন্তু পরের খেলায় নিজেকে প্রমাণ করতে প্রতিনিয়ত নিজেকে কাটাছেঁড়া করা দরকার। তাই সর্বক্ষণ সেই প্রমাণ করার খেলা চলতে থাকে তার মনের মধ্যে। নীতীশ রানা ও সচিন তেন্ডুলকরের কথোপকথনের ছবি ভাইরাল হওয়ার পরে সেই কথাটাই হয়তো ভাবছেন ক্রিকেট-রসিকরা। মাঠের খেলায় কেকেআর হারল। কিন্তু ম্যাচের শেষে নাইট রাইডার্স-এর নীতীশ রানা গিয়ে পড়লেন প্রতিপক্ষেরই এক কিংবদন্তি মেন্টরের কাছে।
স্বয়ং ক্রিকেট-ঈশ্বর সচিন তেন্ডুলকরের কাছ থেকে ব্যাটিংয়ের টিপস নিলেন নীতীশ। সচিনও অকাতরে বিলিয়ে দিলেন তাঁর প্রগাঢ় ক্রিকেট-জ্ঞানের টুকরো। যা হয়তো আগামী দিনে নীতীশকে উজ্জীবিত করবে আরও ভাল খেলার।
ক’দিন আগে শোনা গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ও তাদের অধিনায়ক কোহলিকে নাকি অপমান করেছিলেন এই নীতীশ। যদিও কোহলি তাঁকে পাত্তা দেননি। সেই নীতীশই এবার সচিনের দ্বারস্থ।বুধবার পরের খেলা কেকেআর-এর। প্রতিপক্ষ আবার মুম্বই ইন্ডিয়ান্সই। তার আগে খোদ মুম্বইয়ের সচিনের কাছ থেকে ক্রিকেট পাঠ নিলেন নীতীশ। হয়তো ক্রিকেট-দর্শনেরও।আপাতত দেখার, বুধবারের ম্যাচে নতুন নীতীশকে পাওয়া যায় কি না।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন