শিরোনাম

প্রচ্ছদ /   সাকিবকে পাইথনের সাথে তুলনা করলেন আকাশ চোপড়া

সাকিবকে পাইথনের সাথে তুলনা করলেন আকাশ চোপড়া

Avatar

মঙ্গলবার, মে ৮, ২০১৮

প্রিন্ট করুন

ভারতের সাবেক ওপেনার আকশ চোপড়ার মতে হায়দ্রাবাদের জয়ের প্রধান কারন এরা প্রতিপক্ষকে পাইথনের মত চেপে ধরে।আকাশ চোপড়ার মতে, ‘ব্যাঙ্গালুরু শুরুটা ভালোই করেছিল পাওয়ার প্লে’তে। কিন্তু পাওয়ার প্লে শেষেই সাকিব-রশিদরা তাদের যেভাবে চেপে ধরেছে আমাকে পাইথন (অজগর) সাপের কথা মনে করিয়ে দিয়েছে।’আকাশ চোপড়ার মতে, সাকিব কোহলিকে আউট করে প্রমাণ করেছে তারা আসলেই পাইথন। তিনি বলেন, ‘একদম ধীরে ধীরে প্রতিপক্ষকে তারা চাপে ফেলতে শুরু করেন এবং শেষে গিয়ে একবারে চেপে ধরেন। যেমনটা কোহলিকে আউট করেছে সাকিব আর এবি ডি ভিলিয়ার্সকে রশিদ খান।’

ভুবনেশ্বরের প্রশংসা করে তিনি বলেন, ‘ভুবনেশ্বর কুমারের প্রশংসা করতেই হয়। শেষ ওভারে সে ১২ রান ডিফেন্ড করেছে। আর তার আগের ওভার সিদ্ধার্থ কউল আরও অসাধারণ বোলিং করে ভুবনেশ্বরকে সেই জায়গাটা তৈরি করে দিয়েছিলেন। ‘

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন