শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, দিনটি বেশি দূরে নয় -সাব্বির

বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, দিনটি বেশি দূরে নয় -সাব্বির

Avatar

মঙ্গলবার, মে ৮, ২০১৮

প্রিন্ট করুন

সাব্বির রহমান, হার্ডহিটার ব্যাটসম্যান। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন তিনি। যাত্রার পর ভালো ফর্মেই ছিলেন এই ক্রিকেটার।তবে বিতর্কের শেষ নেই এই ক্রিকেটারের বিপক্ষে। সম্প্রতি বাদ পড়েছেন বিসিবির চুক্তি থেকে। ভালো ফর্মে থাকলেও ব্যাটিং ফর্মে না থাকায় আবারো ফর্মে ফিরতে চান এই ক্রিকেটার।সাব্বির মনে করেন সেইদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ বিশ্বকাপ জিতবে। সাব্বির বলেন, ‌’আমি মনে করি আমাদের বিশ্বকাপ জেতার মত দলে সেই মানের ক্রিকেটারও আছে।’

সাব্বিরের জানান, বাংলাদেশ বিশ্বকাপ জেতার মত দলে পরিণত হচ্ছে। তিনি বলেন, ‘ধীরে ধীরে আমরা সেই মানের দলও হয়ে উঠছি। সবসময় চেষ্টা করি বড় টুর্নামেন্টে ভালো কিছু বা সাধারণ ম্যাচ গুলোতেও। আমার বিশ্বাস আমরা একদিন হলেও বিশ্বকাপ জিতবো।’তবে নিজের ফর্ম নিয়েই মুখ খুলেছেন তিনি। তিনি বলেন, ”‘যে কাজটাই করি না কেন সবসময়ই সেরাটাই দেওয়ার চেষ্টা করি। সেটা জিমে হোক, রানিং হোক কিংবা ব্যাটিং হোক।’বাংলাদেশের লা সবুজের জার্সি গায়ে খেলতে চান বহুবছর।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন