অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবারাত্রির টেস্ট খেলবে না ভারত। লাল বলে ম্যাচটা হবে দিনেই।২০১৫ সাল থেকে প্রতি বছরই একটি করে দিবারাত্রির টেস্ট আয়োজন করে আসছে অ্যাডিলেড ওভাল। আগামী ডিসেম্বরে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটিও গোলাপি বলে খেলতে চেয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু ভারতকে রাজি করাতে পারছিল না।
গত সপ্তাহে ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছিল, ২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে ভারত কোনো দিবারাত্রির টেস্ট নাও খেলতে পারে। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টা ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে।আইসিসি প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, হোম টিম সফরকারী দলের বোর্ডের সঙ্গে চুক্তি করতে পারলেই কেবল কোনো দিবারাত্রির টেস্ট আয়োজন করতে পারবে। কিন্তু বিসিসিআইকে রাজি করাতে ব্যর্থ হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিসিসিআই সচিব অমিতাভ চৌধুরী সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডকে চিঠি দিয়ে জানিয়েছেন, এই সফরে ভারত কোনো দিবারাত্রির টেস্ট খেলছে না। আগামী ২১ নভেম্বর থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করবে ভারত। এই সফরে স্বাগতিকদের সঙ্গে চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারতীয়রা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন