শিরোনাম

প্রচ্ছদ /   নারিনের ওপেনিং ও রাসেলের বোলিং বিতর্ক নিয়ে মুখ খুললেন কার্তিক

নারিনের ওপেনিং ও রাসেলের বোলিং বিতর্ক নিয়ে মুখ খুললেন কার্তিক

Avatar

সোমবার, মে ৭, ২০১৮

প্রিন্ট করুন

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিংয়ে নিয়মিত মুখ ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। কিন্তু গত নারিন। রবিবার (৫ মে) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ওপেন নয় বরং সাত নাম্বারে ব্যাট করতে নামেন তিনি। নারিন ওপেন করতে নামলে হয়তো মুম্বাইয়ের কাছে হারতে হতো না কলকাতার। কিন্তু নারিনকে ওপেনিংয়ে না নামানোর কারণ জানালেন কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম ওপেন করতে নামুক নারিন। কিন্তু নারিন অসুস্থ হয়ে পড়েছিল। সেই কারণে ১৮-১৯ ওভারের সময়ে মাঠের বাইরে চলে যেতে হয় নারিনকে। এর পরে নারিনকে সাত নম্বরে ব্যাট করতে পাঠাতে বাধ্য হই।’

অন্যদিকে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল প্রথম দু’ওভারে উইকেট তোলার পরেও তাকে দিয়ে চার ওভার করায়নি কার্তিক। এ প্রসঙ্গে কার্তিক বলেন, ‘মুম্বাইয়ের বিরুদ্ধে রাসেল ভাল বল করেছে। কিন্তু আগের ম্যাচগুলোয় রাসেলের বলে বাউন্ডারি হয়েছে। দলে রাসেলের নির্দিষ্ট ভূমিকা আছে। ওর কাছ থেকে কীভাবে সেরা খেলাটা আদায় করে নেয়া যাবে, তা নিয়ে আমরা আলোচনা করেছি।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন