সাকিবদের হারাতে কোহলির ব্যাঙ্গালুরুর একাদশে দুই পরিবর্তন । ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ সোমবার (৭ মে) ৩৯তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই শক্তিশালী দল সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।। ম্যাচটি সরাসরি সম্প্রচার করতেছে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস, সিলেক্ট ওয়ান ও বাংলাদেশি চ্যানেল নাইন এবং ধারাবিবরণী শুনতে কান পাতুন রেডিও ৯২.৮-এ।
হায়দ্রাবাদ=৩৮/২ ওভার=৬ । শিখর ধাওয়ান=১৩(আউট) , অ্যালেক্স হেলস= ৫(আউট) ,কেন উইলিয়ামসন =১৭ ,মনিশ পান্ডে= ।আজকের ম্যাচটি কোহলির ব্যাঙ্গালুরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আইপিএলের সেরা চারে উঠতে হলে আজকের ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হায়দ্রাবাদকে হারাতে হবে তাদের।
সানরাইজার্স হায়দ্রাবাদ: অ্যালেক্স হেলস, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), মনন ভৌরা, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মানদীপ সিং, মঈন আলী, কলিন দ্য গ্র্যান্ডহোম, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, ইউজভেন্দ্র চাহাল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন