দারুন ছন্দে রয়েছে সাকিবের হায়দ্রাবাদ। আজকের ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে তারা। ঠিক এরকম সমীকরণকে সামনে রেখেই আইপিএলের আজ দিনের একমাত্র ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে সাতটিতে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।টস ফলাফল: টসে জিতে ফিল্ডিংয়ের সিধ্ধান্ত নিয়েছে কোহলির ব্যাঙ্গালুরু।অন্যদিকে, নয় ম্যাচ খেলে তিনটিতে জিতে পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পর্যন্ত যে নয়টি ম্যাচ খেলেছে এই নয় ম্যাচেই একাদশে ছিলেন সাকিব আল হাসান। এই নয় ম্যাচে তিনি ব্যাট হাতে করেছেন ১২৩ রান। আর বল হাতে নিয়েছেন আটটি উইকেট।
সানরাইজার্স হায়দরাবাদ: অ্যালেক্স হেলস, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, রতিমিমন সাহা (ভবঘুরে), ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মারয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: পার্থিব প্যাটেল, মনন ভৌরা, বিরাট কোহলি (সি), এবি ডি ভিলিয়ার্স, মানদীপ সিং, মঈন আলী, কলিন দ্য গ্র্যান্ডহোম, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, ইউজভেন্দ্র চাহাল
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন