এখন পর্যন্ত সব ম্যাচেই শক্তিশালী এবং সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর সেটার জন্য সাফল্যও পেয়েছে তারা।৯ ম্যাচের মধ্যে ৭টিতে জিতে টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি প্লে-অফে খেলাও অনেকখানি নিশ্চিত সাকিবদের।আর মাত্র একটি ম্যাচে জয় পেলে সেটাও নিশ্চিত হয়ে যাবে তাদের।তাই সব মিলিয়ে চাঙ্গা মনোভাব কাজ করছে হায়দ্রাবাদ শিবিরে। খানিকটা নির্ভার হয়েই বাকি ম্যাচগুলোতে খেলতে
নামবে কেন উইলিয়ামসনের দল।তবে নির্ভার হয়ে নামলেও জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবেন হায়দ্রাবাদ শিবির। কারণ টেবিলের প্রথম এবং দ্বিতীয়স্থানে থাকা দুই দলেরই সুযোগ থাকে কোয়ালিফাইয়ারের জিতে সোজা ফাইনালে উঠার।তবে প্লে-অফ আগে ভাগেই নিশ্চিত হলে বেঞ্চ শক্তি পরীক্ষা করে দেখতে চাইবেন কোচ টম মুডি। সেক্ষেত্রে যদিসবুজ উইকেটে খেলা হয় তাহলে সুযোগ পেতে পারেন ক্যারিবিয়ান হার্ড হিটিং অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট।ব্রাথওয়েটকে একাদশে নিলে সাইড বেঞ্চে বসতে হতে পারে সাকিব আল হাসানকে। তবে একে বারের জন্য নয়, দুই এক ম্যাচেবিশ্রাম পেতেই পারেন এই বিশ্বসেরা অলরাউন্ডডার।অন্যদিকে পেসার বেসিল থাম্পিকেও আরও কয়েক ম্যাচে একাদশে সুযোগ দিতে পারে হায়দ্রাবাদ শিবির। এছাড়াও রশিদ খানও বিশ্রাম পেতে পারেন।
তবে বেঞ্চ শক্তি পরীক্ষা করার মূল কারণ হলো ভবিষ্যতের ম্যাচগুলোর জন্য ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখা। কোন ক্রিকেটার ইনজুরিতে পরলে যেন হুট করেই তাকে মাঠে নামতে হয়।মাঠে নামার আগে দুই এক ম্যাচ খেলা অভিজ্ঞতা থাকলে ক্রিকেটারের জন্য যেমন সুবিধা তেমনি দলের জন্যও লাভবান হতে পারে। তাই সামনের ম্যাচ গুলোতে হায়দ্রাবাদ একাদশে পরীক্ষা নিরীক্ষা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন