শিরোনাম

প্রচ্ছদ /   নিদাহাস ট্রফিতে কি হচ্ছে, সেটি নিয়ে আগ্রহ নেই কোহলির

নিদাহাস ট্রফিতে কি হচ্ছে, সেটি নিয়ে আগ্রহ নেই কোহলির

Avatar

বুধবার, মার্চ ১৪, ২০১৮

প্রিন্ট করুন

শ্রীলঙ্কার মাটিতে চলতি নিদাহাস ট্রফিতে খেলছেন না বিরাট কোহলি। সময়টা কাটাচ্ছেন খুব আমোদে। ভারতীয় অধিনায়ক মনে করছেন, এমন একটি বিরতি তার খুব দরকার ছিল। ছুটির সময়টা তাই এক মুহূর্তও নষ্ট করতে রাজি নন তিনি।

শ্রীলঙ্কায় ভারত এবং বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ চলছে, যার নাম নিদাহাস ট্রফি। এই সিরিজে ভারত বলতে গেলে দ্বিতীয় সারির এক দল পাঠিয়েছে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি যাননি। বিশ্রাম দেয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ আর ভুবনেশ্বর কুমারের মতো একাদশের নিয়মিত সদস্যদের। এই সিরিজে তরুণ দলটিকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। নিদাহাস ট্রফিতে কি হচ্ছে, সেটি নিয়ে বোধ হয় খুব একটা আগ্রহ নেই কোহলির। তিনি খুশি যে এমন একটি ছুটি পেয়েছেন। তার শরীর এই ছুটিটা চাইছিল, মুম্বাইয়ে এক প্রমোশনাল ইভেন্টে এমনটাই জানালেন কোহলি, ‘শারীরিকভাবে, আমার বেশ অস্বস্তি হচ্ছিল। আমি এই সমস্যাটার মধ্য দিয়ে যাচ্ছিলাম। কাজের চাপ আমার সঙ্গে কিছুটা বিরুদ্ধাচরণ করছিল। আমার শরীর, মন এবং ক্রিকেটটা কিভাবে এগিয়ে নিতে হবে, সেদিকে সতর্ক থাকা উচিত।’এবার ছুটি পেয়েছেন। সময়টা তাই এক মুহূর্তও নষ্ট করতে চান না কোহলি। ভারতীয় দলপতি বলেন, ‘এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। আমি এটা ভীষণ উপভোগ করছি। আমি এসবের এক ইঞ্চিও মিস করতে চাইছি না। কারণ আমার শরীরের এই সময়টুকু খুবই দরকার।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন