আইপিএলের অন্যতম সেরা বোলার তথা সানরাইজার্স হায়দরাবাদের পেস বোলিংয়ের তুরুপের তাস ভুবনেশ্বর কুমার আইপিএলে পরপর চার ম্যাচ বসে ছিলেন। তাঁকে খেলানো হয়নি। হায়দরাবাদ ৯টি ম্যাচ খেলে ফেললেও তার মধ্যে চারটি ম্যাচ ভুবি খেলেননি।কোনও কারণ ছাড়াই আইপিএলে চার ম্যাচ বাদ ভুবি! নেপথ্যের কারণ জানলে অবাক হবেন জানা গিয়েছে, ভুবি স্বীকার করেছেন যে তিনি চোট পেয়ে বসতে বাধ্য হয়েছেন এমন নয়।
বিসিসিআই-এর তরফে সানরাইজার্স হায়দরাবাদ দলকে অনুরোধ করা হয়েছিল যাতে ভুবিকে বিশ্রাম দেওয়া হয়। এমনকী নেটে কতক্ষণ ভুবি বল করবেন তা নিয়েও কথা হয় টুর্নামেন্ট শুরুর আগে।
ঘঠনা হল, বিসিসিআই খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা করছে। যার ফলে শেষ নিদাহাস ট্রফিতেও প্রথম একাদশের অর্ধেক খেলোয়াড়কে বাদ দিয়ে ভারতের পরিবর্ত একাদশ পাঠানো হয়েছিল।
গতবছরে এই রোটেশন চালু করতে গিয়ে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রণ অশ্বিনকে একদিনের ও টি২০ দল থেকে সরানো হয়। তাঁদের জায়গায় দলে সুযোগ পাওয়া যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব দারুণভাবে সুযোগ কাজে লাগানোয় অশ্বিন ও জাদেজার জায়গা টলমল হয়ে গিয়েছে।
আগামিদিনে আরও অনেক খেলোয়াড়কেই এভাবে বিশ্রাম দিয়ে খেলাতে চাইছে বিসিসিআই। তবে তিন ফর্ম্যাটেই নাম থাকা বোর্ডের চুক্তির এ প্লাস তালিকায় নাম থাকা বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমাররা অন্যদের চেয়ে বেশি ম্যাচ খেলবেন সন্দেহ নেই।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন