শিরোনাম

প্রচ্ছদ /   ধোনির মতো ঠান্ডা মাথার নেতা খুঁজে পেলেন গাভাসকর

ধোনির মতো ঠান্ডা মাথার নেতা খুঁজে পেলেন গাভাসকর

Avatar

সোমবার, মে ৭, ২০১৮

প্রিন্ট করুন

আইপিএলের মাঝে ধোনির মতো ক্ষুরধার অথচ ঠান্ডা মাথার অধিনায়কের সন্ধান পেলেন সুনীল গাভাসকর৷ হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ধোনির মতো ঠান্ডা মাথার অধিনায়ক বলে মনে করছেন সানি৷ বল বিকৃতি কাণ্ডের পর ডেভিড ওয়ার্নারের পরিবর্ত হিসেবে উইলিয়ামসনকে নেতা হিসেবে বেছে নেয় নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি৷ সিদ্ধান্তটা যে ভুল ছিল না, সেটা প্রথম দিন থেকেই প্রমাণ দিয়ে চলেছেন কিউয়ি কাপ্তান কেন৷

ব্যাট হাতে দলকে যেমন ভরসা দিচ্ছেন তেমনি নেতা হিসেবে দলের থেকে সেরাটা বার করে আনতে পেরেছেন উইলিয়ামসন৷ তাঁর নেতৃত্বে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে হায়দরাবাদ৷ সাফল্যের এই রেকর্ডই উইলিয়ামসনের হয়ে কথা বলছে৷

পঞ্জাবের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ১৩২ রানের পুঁজি নিয়ে লড়তে নেমে ১৩ রানে জয় ছিনিয়ে নেয় সানরাইজার্স৷ কঠিন মুহূর্তে স্নায়ুর চাপ ধরে রেখে সঠিক সময়ে সঠিক বোলার ব্যবহার করে বাজি পালটে দেন হায়দরাবাদের নয়া অধিনায়ক কেন৷ গেইল-রাহুলের মতো ধুঁয়াধার ব্যাটসম্যানরা থাকা সত্যেও তাই সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ বাঁচাতে পারেনি পঞ্জাব৷

একবার নয়, চলতি আইপিএলে পরপর দু’বার দেড়শো রানের কম পুঁজি ডিফেন্ড করতে পেরেছে হায়দরাবাদ৷ তার সেটাও ভুবনেশ্বর কুমারের মতো সফল বোলার না থাকা অবস্থায়৷ পঞ্জাবের ম্যাচের আগে মুম্বইয়ের বিরুদ্ধে ১১৮ রান তুলে ৩১ রানের ব্যবধানে ম্যাচ জেতার নজির রয়েছে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজির৷ পাশাপাশি রান তাড়া করতে নেমেও দলের রেকর্ড ভালো৷ সাইরাইজার্সের এমন চোখ ধাঁধানো পারফরম্যান্সের পরই অধিনায়ক কেনের সাফল্যের রহস্য নিয়ে ক্রিকেটমহলে জোর চর্চা শুরু হয়েছে৷

উইলিয়ামসনের সাফল্যের ব্যাখা করতে গিয়ে গাভাসকর জানান, ‘ হায়দরাবাদ দলের অধিনায়ক উইলিয়ামসন অনেকটা আঠার মতো৷ পুরো দলটাকে একসূত্রে গেঁথে রেখেছে৷’ সানি আরও বলেন, ‘গত মরশুমে বিদেশি কোটার জন্য দলে সেভাবে সুযোগ পায়নি৷ এবারে কিন্তু অধিনায়ক হিসেব দুর্দান্ত পারফরম্যান্স৷ নেতা হিসেবে অনেকটা ধোনির মতো ঠান্ডা মাথার৷ ফলে দক্ষতার সঙ্গে দলটাকে পরিচালনা করে সঠিক লক্ষ্যে এগিয়ে নিয়ে চলেছে উইলিয়ামসন৷’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন