কলকাতাকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের স্থায়ী করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগের ম্যাচের হিসেব বলেছিল হারবে কলকাতা, তাই হলো। তবে এবারের টুর্নামেন্ট এ ভালো অবস্থানে ছিল না মুম্বাই।চলুন দেখে নেয়া যাক, কোন কারন গুলোর জন্যে হেরেছে কলকাতা-
১। মুম্বাইয়ের দুই ওপেনারকে আটকাতে না পারা কেকেআরের বড় ব্যর্থতা। এ দিন নাইটদের বাতিল সূর্যকুমার যাদব ৩৯ বলে ৫৯ এবং এভিন লিউইস ২৮ বলে ৪৩ রানের ইনিংস খেলে যান। ওপেনিং জুটিতে ৯১ রান ওঠে।২। এ দিন কেকেআরের বোলিং আক্রমণ সম্পূর্ণ ব্যর্থ হয়। তাদের প্রধান শক্তি স্পিনকে ভোঁতা করে দেন মুম্বইয়ের ব্যাটসম্যানরা। এক রাসেল কিছুটা ভাল বল করেন। তিন স্পিনারের মধ্যে উইকেট পান একমাত্র নারাইন।৩। ওপেনিং জুটিতে রান না ওঠা কেকেআরের হারের অন্যতম কারণ। কার্তিকরা হঠাত্ কেন শুভমান গিলকে দিয়ে ওপেন করাতে গেল বোঝা গেল না। তিনি তো রান পেলেনই না, অনেক নীচে নেমে ব্যর্থ হলেন নারাইনও। ব্যর্থ হন ক্রিস লিনও।৪। মুম্বাইয়ের আঁটোসাঁটো বোলিং কেকেআর ব্যাটসম্যানদের সে ভাবে মাথা তুলতেই দেয়নি। মাঝের ওভারগুলিতে রানের গতি অনেক কমে যায়। দুর্দান্ত বোলিং করেন হার্দিক পাণ্ড্য।৫। এ দিন হারলেই গত বারের চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত ছিল। তাই মুম্বই ইন্ডিয়ান্স জিততে মরিয়া ছিল। সেই নাছোড় মনোভাবের কাছেই হারতে হল নাইটদের।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন