আইপিএল মানেই তো টাকার খেলা। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এবারের আইপিএল থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই প্রায় ১৫০ কোটি টাকা করে আয় করবে। স্পন্সর থেকে প্রায় ৫০-৬০ কোটি, এর বাইরে বিভিন্ন খাত থেকে আরো ১০০ কোটি টাকার মতো আয় করে থাকে দলগুলো।
অবাক করার মতো হলেও সত্য, ১৭ হাজার কোটি রুপিতে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরের সম্প্রচার স্বত্ব স্টার গ্রুপ কিনে নিয়েছে। হারুক বা জিতুক, প্রতিটি দলই গড়ে প্রায় ১৫০ কোটি টাকা আয় করে থাকে। পারফরম্যান্সের বিচারে সেই আয় আরো বেড়ে থাকে।এখানে শুধু যে দল গুলোই আয় করছে তা কিন্তু না, মোটা অঙ্কের আয় করে থাকেন খেলোয়াড়রাও। এমন অনেক খেলোয়াড় আছেন যাঁরা ম্যাচপ্রতি ৫০ লাখ থেকে এক কোটি টাকারও বেশি আয় করে থাকেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি চলমান আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন। এবারের আসরে প্রায় ১৭ কোটি রুপি পরিশ্রমিক পাচ্ছেন তিনি। ১৬টি ম্যাচ খেললে তিনি গড়ে এক কোটি রুপির বেশি করে আয় করবেন।এই আয়ে বাংলাদেশি তারকারা ও কম যান না, সাকিব আল হাসানকে সানরাইজার্স হয়দরাবাদ থেকে পারিশ্রমিক পাচ্ছেন দুই কোটি রুপি। আর কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমানকে দুই কোটি ২০ লাখ রুপি দিয়ে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ানস।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন