শিরোনাম

প্রচ্ছদ /   “হায়দ্রাবাদে সাকিবের বদিল খেলোয়াড় আছে” আজ মাঠে নামার আগেই বললেন জহির, তাহলে কি

“হায়দ্রাবাদে সাকিবের বদিল খেলোয়াড় আছে” আজ মাঠে নামার আগেই বললেন জহির, তাহলে কি

Avatar

সোমবার, মে ৭, ২০১৮

প্রিন্ট করুন

৯ ম্যাচে মাত্র ২টি তে পরাজয়, এবারের আইপিএলে বলা যায় অনেকটা উড়ন্ত সূচনাই করেছে সাকিব আল হাসানদের দল সানরাইজার্স হায়দ্রাবাদ।দারুণ পারফর্মেন্সের সুবাদেে এরই মধ্যে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে তারা। বলা যায় দলগত পারফর্মেন্স এবং অধিনায়ক কেন উইলিয়ামসনের বিচক্ষণতাই ছিলো হায়দ্রাবাদের সাফল্যের মূল চাবিকাঠি।

শুধু তাই নয়, প্রত্যেক ক্রিকেটারের যোগ্য বদলিও রয়েছে হায়দ্রাবাদ স্কোয়াডে। তাই একাদশ বাছাই করতে খুব বেশি বেগ পেতে হয় না তাদের। এই বিষয়টি মানছেন সাবেক ভারতীয় পেসার জহির খানও।আজ হায়দ্রাবাদ বনাম ব্যাঙ্গালুরুর ম্যাচের আগে এক আলোচনা অনুষ্ঠানে জহির জানিয়েছেন বদলি ক্রিকেটারের জন্য অন্তত হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্টকে খুব বেশি চিন্তায় পড়তে হবে না।

জহির বলেছেন, ‘তারা (হায়দ্রাবাদ) এরই মধ্যে দলের একটি স্ট্র্যাকচার তৈরি করে নিয়েছে, এর মানে হলো তাদের বদলি ক্রিকেটারও রয়েছে।’পাশাপাশি অলরাউন্ডার হিসেবে হায়দ্রাবাদের একাদশে আজ সাকিব আল হাসানেরও বদলি রয়েছে বলে মনে করেন এই সাবেক পেস তারকা। জহির খান বলেন, ‘আপনার একটি অলরাউন্ডারের জায়গা আছে, যেখানে রয়েছে সাকিব, তাঁর জন্যও বদলি রয়েছে।’

সব মিলিয়ে দলের ভিত্তি অনেক মজবুত ভাবেই তৈরি হয়েছে বলে বিশ্বাস করেন জহির। তাঁর ভাষায়, ‘আপনার স্ট্যানলেকের মতো ক্রিকেটার আছে, যে বিদেশী বোলার এবং তাদের এক্ষেত্রেও বদলি রয়েছে। সুতরাং তারা তাদের দলের ভিত্তি অনেক ভালোভাবেই তৈরি করেছে।’উল্লেখ্য রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয় তুলে নিতে পারলেই প্লে অফ অনেকটা নিশ্চিত হয়ে যাবে সানরাইজার্স হায়দ্রাবাদের।তবে বিরাট কোহলির ব্যাঙ্গালুরুর জন্য এটি টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে টেবিলের ষষ্ঠ অবস্থানে আছে তারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন