আগে থেকেই খবর ছিল, কঠিন ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখে আফগানিস্তানের অভিষেক টেস্টে অধিনায়ক বিরাট কোহলিসহ দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বাইরে রাখবে বোর্ড। সে মতোই কাজ চালাচ্ছে বিসিসিআই। ঘরের মাঠে আফগানদের ভারতের নেতৃত্বে থাকবেন আজিঙ্কা রাহানে।ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের বরাতে রাহানের নেতা হওয়ার খবর দিয়েছে দেশটির ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
আইপিএলের পরেই সারের হয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ড উড়ে যাবেন বিরাট কোহলি৷ ফলে আফগানিস্তানের বিরুদ্ধে এক মাত্র টেস্ট ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবেন না তিনি৷ স্বাভাবিকভাবেই দলের অধিনায়কত্ব তুলে দিতে হবে অন্য কারও হাতে৷বিরাটের অনুপস্থিতিতে সীমিত ওভারের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিতে পারেন রোহিত শর্মা৷ তবে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে অবধারিতভাবে জাতীয় দলের ক্যাপ্টেন্সির ব্যাটন হাতে পেতে যাচ্ছেন রাহানে৷
একা কোহলিই নন, এটাও নিশ্চিত যে, সিনিয়র দলের এক ঝাঁক তারকা আফগান টেস্টে মাঠে নামবেন না৷ পরিবর্তে কাউন্টি ক্রিকেট ও ভারতীয় ‘এ’ দলের ইংল্যান্ড সফরে দেখা যাবে বেশিরভাগ ভারতীয় টেস্ট তারকাদের৷লোকেশ রাহুল, মুরালি বিজয়, রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিকদের রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ‘এ’ দলের হয়ে খেলতে দেখার সম্ভাবনা বেশি৷ কেবল ইয়র্কশায়ারের হয়ে কাউন্টিতে ব্যস্ত চেতেশ্বর পূজারা দেশে ফিরে আফগানদের বিরুদ্ধে মাঠে নামবেন বলে খবর।
রাহানে ও পূজারা ছাড়া শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মাকে রশিদ খানদের বিরুদ্ধে টেস্টে দেখা যেতে পারে৷৮ মে বেঙ্গালোরে ৬টি পৃথক দল গড়ে নিতে বসবেন ভারতের জাতীয় নির্বাচকরা৷ আফগান টেস্টের ভারতীয় দল ছাড়াও আয়ারল্যান্ড সফরের জাতী টি-টুয়েন্টি দল বেছে নেবেন এমএসকে প্রসাদরা৷ এছাড়া ইংল্যান্ড সফরের দু’টি সীমিত ওভারের দল ও ইংল্যান্ড সফরের দু’টি ‘এ’ দল বেছে নেয়া হবে ওই নির্বাচনী বৈঠকে ৷-চ্যানেলআইঅনলাইনA
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন