শিরোনাম

প্রচ্ছদ /   গেইল না পারলেও রাহুল একাই হারিয়ে দিলেন রাজস্থানকে

গেইল না পারলেও রাহুল একাই হারিয়ে দিলেন রাজস্থানকে

Avatar

সোমবার, মে ৭, ২০১৮

প্রিন্ট করুন

একাই হারিয়ে দিলেন রাজস্থানকে। লোকেশ রাহুলের ৮৪ রানের অনবদ্য ইনিংসে ৮ বল আগেই হেসেখেলে জয় পেল পাঞ্জাব। প্রীতি জিনতার দলটি এই জয়ে ৯ খেলায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। সমান ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব আল হাসানদের হায়দরাবাদ।

রাজস্থান রয়েলস আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে। টার্গেট তাড়া করতে নেমে লোকেশ রাহুলের ৫৪ বলে সাত চার ও তিন ছক্কায় গড়া ৮৪ রানের লড়াকু ইনিংসে ভর করে ৬ উইকেটের জয় পায় পাঞ্জাব। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে জস বাটলারের (৫১) এছাড়া ২৮ ও ২৪ রান করে করেন স্যামসন ও গোপাল।

ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন মুজিব উর রহমান। এই আফগান তরুণ অফস্পিনার মুজিব উর রহমান পাঞ্জাবের হয়ে ৪ ওভারে ২৭ রানে ৩ উইকেট নেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন