আইপিএল ২০১৮ তে গেইলকে অল্প দামে পাওয়ার পর মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত পাঞ্জাব। গেইলও চার ছক্কার ফুলঝড়ি ছুটিয়ে ম্যাচজয়ী ইনিংস উপহার দিচ্ছেন। সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে এবার পাঞ্জাবের নামও উচ্চারিত হচ্ছে।
আজ দিনের ২য় খেলায় রাত ৮.৩০ মিনিটে মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলাভেন পাঞ্জাব। টসে হেরে ব্যাট করতে নেমে বাটলারের ৫১ ও স্যামসনের ২৮ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান করে রাজস্থান, ২৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন আফগান তারকা স্পিনার মুজিব যাদরান। এছাড়াও আন্দ্রে টাই ২ উইকেট শিকার করেন।
১৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার ক্রিস গেইল ১১ বলে ৮ রান করে আউট হওয়ার পর আগারওয়ালও ২ রান করে আউট হলে চাপে পড়ে পাঞ্জাব। করুন নায়ারকে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামলান রাহুল। নায়ার ৩১ করে আউট হওয়ার পর অক্সর প্যাটেলও ২ রান করে ফেরেন।
৮৭ রানে ৪ উইকেট হারিয়ে পরাজয়ের শংকা জাগলে দলের হাল ধরেন স্টইনিস ও রাহুল। দুজনে অপরাজিত ৬৮ রানের জুটি গড়ে ১৮.৪ ওভারে। ১৫৫ রান করে দলকে ৬ উইকেটের জয় এনে দেন। রাহুল ৮৪ ও স্টইনিস ২৩ রান করে অপরাজিত থাকেন। ৯ ম্যাচে এটি পাঞ্জাবের ৬ষ্ঠ জয়। অপরদিকে ৯ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানীতে রাজস্থান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন