জাতীয় দল থেকে বাদ পড়েছেন এক বছর হতে চলল। জাতীয় দলের পর চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা (আইপিএল) যেন দুঃস্বপ্নের মতো কাটছে যুবরাজ সিংয়ের। কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে ইতিমধ্যে সাত ম্যাচ খেলে ফেললেও ব্যাট কথা বলেনি তার হয়ে। আর তাতেই অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড বইয়ে ঢুকে গেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
এখন পর্যন্ত সাত ম্যাচ খেলা পাঞ্জাবের এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ৯১.৪২। আইপিএলে ৫০টি বা তার বেশি বল খেলা কোনো ব্যাটসম্যানের এটাই সর্বনিম্ন স্ট্রাইকরেট। শুক্রবার মোহালিতে অনুষ্ঠিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ছয় উইকেটে হারে তার দল। সেই ম্যাচেই লজ্জার এই রেকর্ড গড়েছেন ভারতের এই তারকা অলরাউন্ডার
লজ্জাজনক রেকর্ড গড়ার পাশাপাশি যোগ হয়েছে ভক্ত-সমর্থকদের বিদ্রুপও। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে যুবরাজকে নানাভাবে বিদ্রুপ করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমী ও প্রতিপক্ষ দলের সমর্থকরা। কেউ কেউ তাকে আইপিএল ছেড়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শও দিয়েছেন। আবার কেউ বলছেন, ক্রিকেটে মনযোগ দিতে না পারলে যুবরাজের উচিত খেলা ছেড়ে অন্যদের সুযোগ করে দেওয়া। ক্রিকেটপ্রেমীদের অনেকেই বলছেন, যুবরাজের এবার অবসর নেওয়ার সময় হয়েছে।
মরণব্যাধি ক্যান্সার জয় করে ২২ গজে ফিরেছেন তিনি। কিন্তু প্রত্যাবর্তন পরবর্তী সময়টা যুবরাজের জন্য খুব একটা সুখকর হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়েস্ট ইন্ডিজ সফরে বাজে পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়েন দল থেকে। আর দলে ফেরা হয়নি। জাতীয় দলে জায়গা হারালেও চলমান আইপিএলে দুই কোটি রুপি দিয়ে তাকে দলে ভেড়ায় পাঞ্জাব। কিন্তু এখন পর্যন্ত পাঁচ ইনিংসে ১২.৮০ গড়ে মাত্র ৬৪ রান করেছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের এই নায়ক।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন