সেই মুস্তাফিজ কোথায় হারিয়ে গেলেন? ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ধুমকেতুর মতো আবির্ভাবের পরের বছর আইপিএলে কী দুর্দান্ত পারফরমেন্সটাই না দেখিয়েছিলেন। গত আসর থেকেই ছবিটা পাল্টে যায়। হায়দরাবাদের হয়ে খেলতে পারেন মাত্র ১ ম্যাচ। এবার দল বদলের পর প্রথম ৬ ম্যাচ খেললেন। তারপর থেকেই তিনি সাইড বেঞ্চে!
গত আসরে ব্যর্থতার পর এবার মুস্তাফিজকে ছেড়ে দেয় সানরাইজার্স হায়দরাবাদ। সেই হায়দরাবাদের হয় সাকিব আল হাসান ভেলকি দেখিয়েই যাচ্ছেন। অন্যদিকে অনেক আশা করেই মুস্তাফিজকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ৬ ম্যাচে উইকেট নিয়েছেন ৭টি। স্লগ ওভারে দলকে জেতাতে পারেননি। এত রান দিয়েছেন যে, তার ছোট্ট ক্যারিয়ারে একটা রেকর্ডই হয়ে গেছে!চলতি আইপিএল থেকে প্রায় ছিটকেই গেছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। পয়েন্ট তালিকার ৫ নম্বরে থাকা দলটির সামনে যে সামান্য সুযোগ আছে, সেজন্য বাকী ম্যাচগুলো জেতার পাশাপাশি অন্য দলের হারের দিকেও তাকিয়ে থাকতে হবে। এই পরিস্থিতিতে গত দুই ম্যাচ ধরে সুযোগ পাচ্ছেন না মুস্তাফিজ। আজ রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও তার স্থান হয়েছে সাইড বেঞ্চে।
তাহলে মুস্তাফিজকে নিয়ে শুরুতে যত আস্থার কথা বলেছিল মুম্বাই, সেই আস্থা কি শেষ হয়ে গেল? শোনা যাচ্ছে মুম্বাই কোচের নির্দেশনায় নাকি মুস্তাফিজকে তার বোলিং অ্যাকশন কিছুটা পাল্টাতে হচ্ছে।এ কারণেই নাকি তার বলের ধার কমে গেছে। যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো না হলেও এটাই অন্যতম কারণ নয়। আসলে, দীর্ঘ ইনজুরি কাটানোর পর সেই ভয়ংকর মুস্তাফিজ কিন্তু হারিয়ে গেছেন। বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট এই বিষয়টায় নজর দেবেন কি
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন