এবারের আইপিএল বেশ ভালোই কাটছে বাংলাদেশ তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাট এবং বল হাতে দলের প্রয়োজনে সময়মতো জ্বলে উঠছেন এই তারকা অলরাউন্ডার। এক নজরে দেখে নেওয়া যাক এবারের আসরের ৩ সেরা ক্যাচঃ
ট্রেন্ট বোল্টঃ দিল্লি এবং ব্যাঙ্গালুরুর ম্যাচে ব্যাট করতেছেন বিরাট কোহলি। ফুল্টস বল পেয়ে ব্যাট সজোরে ঘুরান তিনি। নিশ্চিত ছিলেন যে এটা ছয় হবে। কিন্তু উড়ন্ত মানুষের মত লাফিয়ে সেই ক্যাচটা ধরে নিলেন ট্রেন্ট বোল্ট। এবারের আসরে সেরা ক্যাচ এটিই।
সাকিব আল হাসানঃ তখন তিনি বল করছিলেন কলকাতার বিপক্ষে। ব্যাটসম্যান ক্রিস লিন। পরপর ২টি চার মেরে চাপে রেখেছিলেন সাকিবকে। কিন্তু পরের বলেই সাকিবের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সেই ক্যাচটি অসাধ্য হলেও ধরে ফেলেন সাকিব। এবারের আইপিএলে ২য় সেরা এটি।মানিশ পান্ডেঃ হায়দ্রাবাদের অন্যতম সেরা ফিল্ডার তিনি। দিল্লির বিপক্ষে গম্ভীরের মারা অসাধারণ ক্যাচটি এবারের আইপিএলে ৩য় সেরা ক্যাচ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন