শিরোনাম

প্রচ্ছদ /   কলঙ্কিত নায়ক ডেভিড ওয়ার্নার আবার মাঠে ফিরলেন

কলঙ্কিত নায়ক ডেভিড ওয়ার্নার আবার মাঠে ফিরলেন

Avatar

রবিবার, মে ৬, ২০১৮

প্রিন্ট করুন

কলঙ্কিত নায়ক ডেভিড ওয়ার্নার আবার মাঠে ফিরলেন। কেলেঙ্কারিতে জড়ানোর পর এই তার প্রথম ক্রিকেট বল-ব্যাট হাতে প্রথম প্রকাশ্যে মাঠে নামলেন ডেভিড ওয়ার্নার। এপ্রিলে শাস্তি হিসেবে বোর্ডের দেওয়া ১২ মাসের নিষেধাজ্ঞাও মেনে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল ট্যাম্পারিং করেছিলেন ক্যামেরন ব্যানক্রফট। এরপর স্তব্ধ হয়ে যায় পুরো ক্রিকেট বিশ্ব এই ঘটনার সব প্রকাশ পেলে। ব্যানক্রফট ৯ মাসের জন্য নিষিদ্ধ। অধিনায়ক স্টিভ স্মিথ ১২ মাসের নিষেধাজ্ঞায়। ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ওয়ার্নাররা খেলতে পারবেন না।

ডারউইনের ক্রিকেট ওভালে ওয়ার্নার নেমেছিলেন বালিকা ও নারীদের পাওয়ার হিটিং এর কৌশল শেখাতে। রোববারের সকালটা এই কাজে কাটিয়েছেন। ‘আমার মনে হয় না একটা ভুল, সামান্য এক ভুল দিয়ে তার পুরো ক্যারিয়ার বিচার করা ঠিক হবে-‘ ১১ বছরের মেয়ে হান্নাহ এর মা ব্রনউইন ম্যাকরোস্টি বলছিলেন এই কথা। আরো বললেন, ‘গ্রেট ক্রিকেটার ছিলেন তিনি। এখানে মেয়েদের সহায়তায় এসেছেন তিনি। তা দেখাও আনন্দের। বিশেষ করে ডারউইনে মেয়ে ক্রিকেটার খুব বেশি নেই বলে।’

কেলেঙ্কারিতে ক্যারিয়ার থেমে যাওয়ার পর এই প্রথম জনসমক্ষে এলেন ওয়ার্নার। আগামী দিনের এই মেয়ে ক্রিকেটারদের কাছে তিনি প্রেরণা। মাঠে সময়টাও খুব হাসিখুশী কাটিয়েছেন। বোঝা যায়, ক্রিকেট তার প্রাণে কতোটা জায়গা করে থাকে। আমি জানতামই না আমার মধ্যে এতো শক্তি আছে। কারণ, এমনিতে আমি ছোটো ছোটো করে মারি।’ ওই ১১ বর্ষীয় হান্নাহ বলছিল, ‘এই বছর আমার ক্রিকেটের লক্ষ্যই হলো চার মারা। কেননা, বড় হয়ে আমি বিখ্যাত ক্রিকেটার হতে চাই।’ ওয়ার্নার যে ক্রিকেট ক্লিনিকে সময় দিলেন সেটা আসলে বিশেষ উদ্দেশ্যে চলছে।

নর্দার্ন টেরিটোরি ক্রিকেটের প্রধান নির্বাহী জোয়েল মরিসন বলছিলেন, ওয়ার্নারের স্কিল ও অভিজ্ঞতা এইসব বালিকা ও নারীদের জীবনের জন্য অমূল্য অভিজ্ঞতাই হচ্ছে। ‘আমরা তাকে দুহাত বাড়িয়ে স্বাগ জানাই-‘ ওয়ার্নারের জন্য এই হলো অনুভূতি জোয়েলের। সোমবার ওয়ার্নার আর্নহেম ল্যান্ডে একটি ড্রাইভার এডুকেশন অ্যাপ প্রোমোট করতে যাবেন বলে আশা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন