শিরোনাম

প্রচ্ছদ /   সময় এখনও শেষ হয়ে যায়নি আমার : জুবায়ের

সময় এখনও শেষ হয়ে যায়নি আমার : জুবায়ের

Avatar

রবিবার, মে ৬, ২০১৮

প্রিন্ট করুন

ক্রিকেটের আনাচে কানাচে সব জায়গায় চলছে লেগ স্পিনারদের জয়জয়কার। অথচ এতোদিন পরে এসেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে হাহাকার দেখা যায় একজন লেগ স্পিনারের জন্য। এখনো পর্যন্ত বেশ কয়েকজন লেগ স্পিনারের দেখা পেয়েছে বাংলাদেশ। জুবায়ের হোসেন লিখন যার সর্বশেষ সংযোজন। তাকে জাতীয় দলে ডেকে নিয়েছিলেন তৎকালীন প্রধান কোচ চন্ডিকা ২০১৫ সালে মাত্র ১৯ বছর বয়সেই। খুব একটা খারাপ না করলেও, কোচের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন লিখন।

যে কারনে হুট করে ডেকে এনে হুট করে ছুঁড়ে ফেলতেও দ্বিধাবোধ করেননি হাথুরু। ২২ বছর বয়সী এই লেগ স্পিনার জায়গা হারানোর পর ঘরোয়া ক্রিকেটেও অনিয়মিত হয়ে যান। ধীরে ধীরে দূরে সরতে থাকেন লিখন, হারিয়ে যেতে থাকেন দেশের ক্রিকেটের ব্যর্থদের ভীড়ে। তবে শেষের আগেই শেষ করার পক্ষপাতি নন লিখন। এ কারণে পুনরায় প্রায় ব্যক্তিগত উদ্যমেই অনুশীলন শুরু করেছেন এই তরুণ। তাকে যথাযথ সহযোগিতাও করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০১৫ সালে বলেছিলেন, লিখনের মাঝে ৪০০ টেস্ট উইকেট নেয়ার সামর্থ্য দেখেন তিনি। আরো অনেকেই বিভিন্ন সময় লিখনের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। লিখন নিজেও মনে করেন তার মাঝে ভালো কিছু করার সহজাত গুণটা রয়েছে। তবে সেই সাফল্য পেতে যে কঠোর পরিশ্রম দরকার তা-ই তিনি এখন করে যাচ্ছেন।

লিখন সাথে পেয়েছেন ক্রিকেট বোর্ডকেও নিজেকে ফিরে পাওয়ার মিশনে। লেগস্পিনারের কদর বুঝতে পেরে লিখনকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বিসিবি। লিখন জানান, ‘বোর্ড সাধারণত সব খেলোয়াড়দের ফ্যাসিলিটি দেয় না। তবে আমাকে আল্লাহর রহমতে সব সুবিধা দিচ্ছে। আমি গত বছর ঘরোয়া লিগেও খেলিনি। তবুও আমাকে এইচপি দলে রাখা হয়। বোর্ডের তরফ থেকে অনুশীলনেও সুবিধা পাচ্ছি।লিখনের বলেন, সব কিছু মিলিয়ে ভালো হচ্ছে। সর্বোপরি বোর্ডের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে, তারা আমাকে অনেক হেল্প করছে। আমার প্রতি তাদের যে প্রত্যাশা আমিও চেষ্টা করব সেটার মান রাখতে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন