শিরোনাম

প্রচ্ছদ /   কত রানে কেকেআরকে পরাজিত করল মুম্বাই ? বিস্তারিত দেখুন

কত রানে কেকেআরকে পরাজিত করল মুম্বাই ? বিস্তারিত দেখুন

Avatar

রবিবার, মে ৬, ২০১৮

প্রিন্ট করুন

আইপিএলের আজকের প্রথম খেলায় মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে কলকাতা ।এই আসরের ৩৭তম লড়াকু ম্যাচে আজো মাঠে নেই টাইগার মুস্তাফিজ।পয়েন্ট টেবিলের নিচে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা অনেকটা শোচনীয়।তবে আগের পরিসংখ্যান বলছে আজকের জয়টা তাদেরই। দুই দলের ২১ বারের দেখায় ১৬ বার জয় পেয়েছে মুম্বাই।

১৩ রানে কেকেআরকে পরাজিত করল মুম্বাই ।মুম্বাই=১৮১/৪ । কেকেআর =১৬৮/৬ ওভার=২০ । শুভম্যান গিল=৭(আউট) , ক্রিস লিন=১৭(আউট),রবিন উথাপ্পা=৫৪(আউট) , নিতেশ রানা=৩১(আউট) ,দিনেশ কার্তিক=৩৬ ,আন্দ্রে রাসেল=৯(আউট) ,সুনীল নারাইন=৫(আউট) ,চাওলা= ।

এবারের আসরে ৫টি জয় পাওয়া কলকাতার ৪ টি জয় এসেছে রান তাড়া করে। তাই আজও তারা রান তাড়া করতে চাইবে। আজ মুম্বাইয়ের মাঠ ওয়াংখেড়েতে খেলা।মুম্বাই ইন্ডিয়ানস: সূর্যকুমার যাদব, ইভিন লুইস, ইশান কিশান (ডাবল সেঞ্চুরি), রোহিত শর্মা (অধিনায়ক), জেপি ডুমিনি, হার্ডিক পান্ডিয়া , ক্রুনাল পান্ডে, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘান, মায়াঙ্ক মার্কণ্ড, জাসপ্রিত বুমরাকেকেআর: ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, শুভম্যান গিল, নিতেশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক ও উইক), আন্দ্রে রাসেল, পীযুশ চাওলা, মিচেল জনসন, প্রসিদ কৃষ্ণ, কুলদীপ যাদব

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন