শিরোনাম

প্রচ্ছদ /   ২ উইকেট হারিয়ে ১২ ওভার শেষে মুম্বাইয়ের সর্বশেষ স্কোর দেখে নিন

২ উইকেট হারিয়ে ১২ ওভার শেষে মুম্বাইয়ের সর্বশেষ স্কোর দেখে নিন

Avatar

রবিবার, মে ৬, ২০১৮

প্রিন্ট করুন

আইপিএলের আজকের প্রথম খেলায় মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে কলকাতা ।এই আসরের ৩৭তম লড়াকু ম্যাচে আজো মাঠে নেই টাইগার মুস্তাফিজ।পয়েন্ট টেবিলের নিচে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা অনেকটা শোচনীয়।তবে আগের পরিসংখ্যান বলছে আজকের জয়টা তাদেরই। দুই দলের ২১ বারের দেখায় ১৬ বার জয় পেয়েছে মুম্বাই।

মুম্বাই=১০৯/২ ওভার= ১২ । সূর্যকুমার যাদব= ৫১ , ইভিন লুইস= ৪৩(আউট) , রোহিত শর্মা =১১(আউট),হার্ডিক পান্ডিয়া=২ ।এবারের আসরে ৫টি জয় পাওয়া কলকাতার ৪ টি জয় এসেছে রান তাড়া করে। তাই আজও তারা রান তাড়া করতে চাইবে। আজ মুম্বাইয়ের মাঠ ওয়াংখেড়েতে খেলা।

মুম্বাই ইন্ডিয়ানস: সূর্যকুমার যাদব, ইভিন লুইস, ইশান কিশান (ডাবল সেঞ্চুরি), রোহিত শর্মা (অধিনায়ক), জেপি ডুমিনি, হার্ডিক পান্ডিয়া , কৃষ্ণ পান্ডা, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘান, মায়াঙ্ক মার্কণ্ড, জাসপ্রিত বুমরাকেকেআর: ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, শুভম্যান গিল, নিতিনেশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক ও উইক), আন্দ্রে রাসেল, পীযুশ চাওলা, মিচেল জনসন, প্রসিদ কৃষ্ণ, কুলদীপ যাদব

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন