ব্যাট হাতে সমালোচনার জবাব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। চলতি আইপিএলে সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকার তিন নম্বরে ওঠে এসেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে।
রান সংগ্রহের দিক দিয়ে সবার উপরে আছেন অম্বাতি রায়াডু। ১০ ম্যাচে ৪২৩ রান করেছেন এ পর্যন্ত। অবশ্য গড় বিবেচনায় ক্রিস গেইলই আছেন সবার উপরে। মাত্র ৫ ম্যাচে ৩০২ রান তুলে ফেলেছেন গেইল।সেরা ১০ রান সংগ্রকারী ব্যাটসম্যান :
অম্বাতি রায়াড়ু (চেন্নাই) – ১০ ম্যাচ, ৪২৩ রান, সর্বোচ্চ ৮২
ঋষভ পন্থ (দিল্লি) – ১০ ম্যাচ, ৩৯৩ রান, সর্বোচ্চ ৮৫
এমএস ধোনি (চেন্নাই) – ১০ ম্যাচ, ৩৬০ রান, সর্বোচ্চ ৭৯*
বিরাট কোহলি (বেঙ্গালুরু) – ৯ ম্যাচ, ৩৫৭ রান, সর্বোচ্চ ৯২*
কেন উইলিয়ামসন (হায়দরাবাদ) – ৯ ম্যাচ, ৩৫৪ রান, সর্বোচ্চ ৮৪
শ্রেয়স আইয়ার (দিল্লি) – ১০ ম্যাচ, ৩৫১, সর্বোচ্চ ৯৩
সূর্যকুমার যাদব (মুম্বই) – ৯ ম্যাচ, ৩৪০ রান, সর্বোচ্চ ৭২
শেন ওয়াটসন (চেন্নাই) – ১০ ম্যাচ, ৩২৮ রান, সর্বোচ্চ ১০৬
ক্রিস গেইল (পাঞ্জাব) – ৫ ম্যাচ, ৩০২ রান, সর্বোচ্চ ১০৪*
কেএল রাহুল (পাঞ্জাব) – ৮ ম্যাচ, ২৯২ রান, সর্বোচ্চ ৬০
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন