সিরিজের প্রথম ম্যাচে জুটেছে ১০৬ রানের বিশাল হার। হারের সেই স্মৃতি নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক রুমানা আহমেদ।একাদশে একটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। শারমিন সুলতানার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস।
বাংলাদেশ দল: সানজিদা ইসলাম, মুর্শিদা খাতুন, ফারজানা হক, রুমানা আহমেদ (অধিনায়ক), নিগার সুলতানা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, সালমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন