এক ভক্ত বৃহস্পতিবার ইডেনে কলকাতার ম্যাচের সময় নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকেছিলেন। আরেকজন শনিবার ঢুকলেন। এদিন চেন্নাই সুপার কিংসের ম্যাচ ছিল কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে, পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শেষ হওয়ার পর ওই দর্শক মাঠে ঢুকে পড়েন। প্রণাম করেন এরপর ধোনিকে। চেন্নাইকে ছয় উইকেটের জয় এনে দেয় ধোনি-ব্রাভো জুটি। জয়সূচক রান আসে ব্রাভোর ব্যাট থেকে।
রানটি শেষ করতে করতে ধোনি হতভম্ব হয়ে যান। তার সিএসকে জার্সি পরা এক ব্যক্তি পা ছুঁয়ে দেন। ঘটনাটি ধোনিকে আপ্লুত করলেও আইপিএলের নিরাপত্তাকর্মীরা বেশ বিপাকে পড়েছেন। কয়েকদিনের ভেতর দু-দুবার এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। একবার এমন ঘটনা ছিল বাংলাদেশে মাশরাফীকে কেন্দ্র করে। সেবার ওই দর্শক মাশরাফীর হস্তক্ষেপে পুলিশের হাত থেকে ছাড়া পান। বেশ কয়েকবার ঘটল ধোনির ক্ষেত্রে ব্যাপারটি।
গত বছর ডিসেম্বরে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে একজন দর্শক এমন কাণ্ড ঘটিয়েছিলেন। ওই বছরের জানুয়ারিতে বিজয় হাজারে ট্রফিতেও অন্য এক ধোনিভক্ত সব চোখ ফাঁকি দিয়ে মাঠে নেমে পড়েন। ৩৬ বছর বয়সে ফিটনেসকে আঙুল দেখিয়ে আইপিএল ক্যারিয়ারে নিজের সফলতম মৌসুম পার করছেন। ৩৬০ রান নিয়ে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় তিন নম্বরে। স্ট্রাইকরেট কখনো কখনো দুইশ ছাড়িয়ে যাচ্ছে।গড়ও চোখ কপালে তোলার মতো, ৯০! এখন পর্যন্ত ছয়টি ম্যাচে অপরাজিত। গড়ের দিক থেকে তার উপরে কেবল গেইল। পাঁচ ম্যাচে ৩০২ রান করা গেইলের গড় ১০০.৬৬।।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন