শিরোনাম

প্রচ্ছদ /   পুরনো ইতিহাস ভুলে ভাগ্যের চাকা ঘোড়াতে চাইছে কেকেআর

পুরনো ইতিহাস ভুলে ভাগ্যের চাকা ঘোড়াতে চাইছে কেকেআর

Avatar

রবিবার, মে ৬, ২০১৮

প্রিন্ট করুন

রবিবাসরীয় আইপিএলের প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। দু’টি দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ এই ম্যাচ। চলতি আইপিএলে এটাই মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে কেকেআর এর প্রথম ম্যাচ। দুই দলের পরবর্তী সাক্ষাৎও এই ম্যাচের পরই ইডেন গার্ডেন্সে। তর আগে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের জায়গাটা আরও পক্ত করে নিতে চাইছে কলকাতা নাইট রাইডার্স।

পুরনো ইতিহাস ভুলে ওয়াংখেড়েতে ভাগ্যের চাকা ঘোড়াতে চাইছে কেকেআর
এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৯টি ম্যাচ খেলেছে কলকাতা। তার মধ্যে জয় এসেছে পাঁচটি ম্যাচ, হার চারটিতেই। নয় ম্যাচ থেকে দশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের তৃতীয়স্থানে রয়েছে দীনেশ কার্তিকের দল।তবে, প্লে অফেরে রাস্তা পাকা করতে এখনও কমকরে ছয় পয়েন্ট প্রয়োজন কেকেআরের। অর্থৎ পরবর্তী পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্য়াচে জয় প্রয়োজন। মুম্বইকে আজ যদি তাদের ঘরের মাঠে হারাতে পারে কেকেআর তাহলে প্লে অফে যাওয়ার রাস্তাটা অনেকটাই সহজ হয়ে যাবে শাহরুখ খানের দলের কাছে।

কলকাতা টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন নীতিশ রানা। ম্যাচের আগের দিন ব্যাট এবং বল হাতে অনুশীলণ করতেও দেখা যায় রানাকে। তবে, রবিন উথাপ্পা জানান রানাকে খেলানো নিয়ে যাই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, তা ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে নেওয়া হবে। রানার পরিবর্তের দলে ঢোকা রিঙ্কু সিং নিজের অবদান রাখতে ব্যর্থ দলে। তাই এই ম্যাচে রানা দেখা গেলে অবাক হওয়ার থাকবে না। এই একটি পরিবর্তন ছাড়া গোটা কেকেআর দলে পরিবর্তন আসার সম্ভবনা নেই।

অন্য দিকে, মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এখন প্রতিটি ম্যাচই মাস্ট উইন। কেকেআর এর সমসংখ্যক ম্যাচ খেলে মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে মুম্বই। হার ছয়টি ম্যাচে। ৯ ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চমস্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৮ আইপিএলের প্লে অফে পৌছতে হলে আর একটি ম্যাচও হারা চলবে না রোহিত শর্মার দলের। এই পরিস্থিতি থেকে প্লে অফের টিকিট জোগাড় করা যেকোনও দলের কাছেই বেশ কঠিন। প্রবল চাপ নিয়ে নামতে হয় মাঠে। তবে, এই অসাধ্য সাধন কিন্তু এর আগেও একবার করেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

২০১৫ সালে এই রকমই এক অবস্থার সম্মুখীন হতে হয়েছিল নীতা অম্বানির দলকে। সেই সময় পর পর ম্যাচ জিতে প্লে অফের টিকিট জোগাড় করে মুম্বই। নিজেদের তৈরি কীর্তিকেই ফের একবার ছুঁতে চাইছে বাণিজ্যনগরীর দলটি।মুম্বই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, দলে একটি পরিবর্তন করতে পারেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। বোলিং বিভাগকে শক্ত করতে বেন কার্টিংয়ের পরিবর্তে প্রথম একাদশে ঢুকতে পারেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। এছাড়া গোটা দল অপরিবর্তিত থাকার সম্ভবনাই বেশি।কলকাতার বিরুদ্ধে ওয়াংখেড়েতে নামার আগে মুম্বই শিবিরকে স্বস্তিতে রাখছে অতীত রেকর্ড। ওয়াংখেড়েতে সাতটি ম্যাচের মধ্যে ছ’টিতেই হারেছে কলকাতা। পাশাপাশি সব মিলিয়ে মোট ২১ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। কেকেআর জিতেছে ৫টি ম্যাচে এবং মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১৬টি ম্যাচে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন