শিরোনাম

প্রচ্ছদ /   কোহলি নামমাত্র পরিশ্রমিকে খেলবেন ইংল্যান্ডের কাউন্টি

কোহলি নামমাত্র পরিশ্রমিকে খেলবেন ইংল্যান্ডের কাউন্টি

Avatar

রবিবার, মে ৬, ২০১৮

প্রিন্ট করুন

আইপিএলের সর্বোচ্চ পরিশ্রমিক পাওয়া ক্রিকেটার বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলছেন ১৭ কোটি রুপিতে। সেই কোহলিই কি না ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে নামমাত্র পরিশ্রমিকে খেলবেন। এমন খবরে জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির থেকে।নিজের প্রয়োজনে কোহলি ইংলিশ কাউন্টি খেলতে যাচ্ছেন, দেশের প্রয়োজনে। ভারতের আসছে ইংল্যান্ড সফরকে কেন্দ্র করে কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যেই কাউন্টিতে খেলছেন তিনি। সারের হয়ে খেলতে তাই টাকা-পয়সা নিয়ে দর–কষাকষির ঝামেলাতেই যাননি ভারত-অধিনায়ক। সারে যা দেবে, তাতেই সন্তুষ্ট তিনি।

এই সফরের জন্য জুনে আফগানিস্তানের অভিষেক টেস্টে কোহলি খেলছেন না। ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলার কথা তাদের। খেলছেন না সদ্য টেস্ট মর্যাদা পাওয়া আরেক দেশ আয়ারল্যান্ডের সঙ্গে অনুষ্ঠেয় দুটি টি-টোয়েন্টি ম্যাচে। সারের হয়ে ইংলিশ কাউন্টিতে খেলে তিনি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করবেন।

কোহলিকে নিজের দলে টানতে পেরে খুশি সারের ক্রিকেট ডিরেক্টর অ্যালেস স্টুয়ার্ডও। তিনি বলেন, ‘জুনেই আমরা দলে পাচ্ছি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা তারকাকে। কোহলিকে দলে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। দলের খেলোয়াড়দের কাছে বিরাটের সঙ্গে মাঠে খেলা ও অনুশীলন করাটা চমৎকার একটা অভিজ্ঞতা হবে। আশা করছি তারা অনেক কিছুই শিখতে পারবে।’ছয়টি ম্যাচ খেলার কথা রয়েছে কোহলির সারের হয়ে। এর মধ্যে তিনটি ম্যাচ ওয়ানডে এবং তিনটি চারদিনের ম্যাচ। ভারতীয় অধিনায়কের আগামী ১ জুন প্রথম ম্যাচ খেলতে নামার কথা। দারুণ উচ্ছ্বসিত কাউন্টিতে খেলতে পেরে কোহলি বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছে ছিল কাউন্টি খেলার এবং আমি অ্যালেস স্টুয়ার্ড ও সারের কাছে কৃতজ্ঞ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন