শিরোনাম

প্রচ্ছদ /   মোস্তাফিজের হঠাৎ করেই কেন এই ছন্দপতন

মোস্তাফিজের হঠাৎ করেই কেন এই ছন্দপতন

Avatar

রবিবার, মে ৬, ২০১৮

প্রিন্ট করুন

এবার দল পরিবর্তন করে মুম্বাইয়ে আসলেন মোস্তাফিজ। শুরুটা ভালোই হয়েছে বলা যায়। দলের হয়ে মাঠে নামেন মোস্তাফিজ প্রথম ছয় ম্যাচেই। এরপর হঠাৎ করেই মোস্তাফিজের কেন এই ছন্দপতন? কাটার মাস্টারের শেষ তিন ম্যাচে খেলা হয়নি মূলত টিম কম্বিনেশনের কারণেই। মোস্তাফিজ ভক্তদের তাই আজও শঙ্কা রয়েছে। আজ কি খেলবেন তিনি?

যদি মুম্বাই তাদের টিম কম্বিনেশন ঠিক রাখতে চায় তাহলে আজ নিজেদের দশম ম্যাচে কলকাতার বিপক্ষে হয়তো দেখা যাবে না মোস্তাফিজকে। কিন্তু গতকালও ভারতীয় পেসার জহির খান বলেছেন, মোস্তাফিজকেএকাদশে রাখা উচিৎ।

অস্ট্রেলিয়ান পেস তারকা শন টেইটও মোস্তাফিজকে একাদশে রাখার পক্ষে ভোট দেন। টেইট বলেন, মুম্বাইয়ের জন্য মোস্তাফিজ ছিল আরো ভালো অপশন।শেষ চারের লড়াইয়ে মুম্বাইকে টিকে থাকতে হলে বাকি সবগুলো ম্যাচেই জিততে হবে। নয় ম্যাচে তিন জয় আর ছয় পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে মুম্বাই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন