দুঃসময়ের মধ্যে স্টিভেন স্মিথ বল টেম্পারিং-কলঙ্কের পর থেকেই। নিষিদ্ধ হয়েছেন ১২ মাসের জন্য। নেতৃত্বও হারিয়েছেন। যার কারনে রীতিমতো ভূলুণ্ঠিত মান-সম্মান। তারপরও নুয়ে পড়েননি স্মিথ। কিছুদিন আগে জানিয়েছেন, সবার হারানো আস্থাটা তিনি ফিরিয়ে আনতে চান। একটি সুখবরও শুনলেন স্মিথ এর মধ্যে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালক ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলর বলেছেন, আবারও নেতৃত্বে ফিরতে পারেন স্মিথ।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের পরিকল্পনায় ফেরার কোনো সুযোগ নেই স্মিথের ২০১৯ সালের মার্চের আগে। অর্থাৎ ২০১৯ বিশ্বকাপ ও অ্যাশেজে খেলার সুযোগ থাকছে স্মিথের। তাহলে ২০১৯ বিশ্বকাপে কী তাঁকে আবারও অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দেখা যাবে? টেলর এ প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি।
স্মিথের কাঁধে ২০১৪ সালে এই টেলরই নেতৃত্বভার তুলে দিয়েছিলেন। সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমি এখনো মনে করি যে, স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারে। সে প্রতারক নয় আমার চোখে। সে দায়িত্বে অবহেলা করার জন্য দোষী। কিছু একটা ঘটতে দেখেও সে তা থামায়নি। এটাই দায়িত্বে অবহেলা। সে প্রতারক নয়, ভালো মানুষ।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন