শিরোনাম

প্রচ্ছদ /   মুস্তাফিজবিহীন মুম্বাই খেলবে কলকাতার বিপক্ষে

মুস্তাফিজবিহীন মুম্বাই খেলবে কলকাতার বিপক্ষে

Avatar

রবিবার, মে ৬, ২০১৮

প্রিন্ট করুন

এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ছয় ম্যাচই খেলেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দারুণ বোলিংয়ে পেয়েছিলেন ৭ উইকেট। এরপর তাকে বাদ দিয়ে দলের কম্বিনেশন করা হয়। তাতে শেষ তিন ম্যাচে এসেছে ২ জয়। এমন অবস্থায় উইনিং কম্বিনেশন ভেঙে কি ফিরবেন মোস্তাফিজ। সে সম্ভাবনা কম। হয়ত তাকে ছাড়াই কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে দলটি।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি। এখন পর্যন্ত গাণিতিকভাবে বেঁচে আছে দলটির কোয়ালিফায়ারে খেলার আশা। তবে আর একটি ম্যাচ হারলেই শেষ হয়ে যাবে সে সম্ভাবনাও। অন্যদিকে এবারের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ঠিকই নিজেদের কক্ষপথে নিয়ে এসেছে কলকাতা। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট তাদের। অবস্থান করছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে।

শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দাপুটে জয়ই পেছে মুম্বাই। তাদের দেয়া ১৭৫ রানের লক্ষ্য ৬ উইকেট ও এক ওভার হাতে রেখেই পেরিয়ে যায় রোহিত শর্মার দল। অন্যদিকে কলকাতাও হারিয়েছে শক্তিশালী চেন্নাই সুপার কিংসকে। চেন্নাইয়ের দেয়া ১৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ১৪ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছেন দিনেশ কার্তিকরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন