গতবার অলস্টারের হয়ে যৌথভাবে শিরোপা উদ্যাপন করেছেন হাসিবুল হোসেন শান্ত। তাঁর এবারের দল সিলেট সিক্সার্স মাস্টার্স এবার বিদায় নিয়েছে ফাইনালের আগেই। গতকাল শেষ ম্যাচে ঢাকা মাস্টার্সের কাছে হারের পর কালের কণ্ঠ’র প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় সাবেক এই পেসার কথা বললেন ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা এবং মুস্তাফিজুর রহমানকে নিয়েওপ্রশ্ন : আইপিএলে মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্স নিয়ে কী বলবেন?
হাসিবুল : হ্যাঁ, দেখি তো। তবে আইপিএলের খেলা দিয়ে কাউকে মূল্যায়ন করা যায় না। মাত্র ৪ ওভারের মতো বোলিং করতে হয়। এই কয় ওভারের পারফরম্যান্স দিয়ে একজন বোলারকে বিচার করাও ঠিক নয়। তবে ও তো একেবারে খারাপও করেনি। দু-একটা ম্যাচে হয়তো প্রত্যাশা মেটাতে পারেনি। তবে কয়েকটি ম্যাচে দারুণ বোলিং করেছে।প্রশ্ন : আইপিএলে খেলা প্রায় সব ম্যাচে ডেথ ওভারে বোলিং করতে হয়েছে মুস্তাফিজকে। এটা তাঁর জন্য বাড়তি চাপ বলে মনে করেন?
হাসিবুল : এটা চাপ হবে কেন? একজন বোলারের কাজই তো বল করা। সেটা যেকোনো পরিস্থিতি এবং যেকোনো সময়ই করতে হবে। যত বেশি বল করবে তত ভালো।প্রশ্ন : কিন্তু যেভাবে হৈচৈ ফেলে আগমন সেভাবে মুস্তাফিজ নিজেকে এখন যেন মেলে ধরতে পারছেন না। তাই কেউ কেউ বলছেন তাঁকে আমরা বেশি ব্যবহার করে ফেলছি না তো!
হাসিবুল : হিসাব করে দেখে বলুন তো ও কতগুলো ম্যাচ খেলেছে। খুব বেশি কি? খেলোয়াড়কে তো খেলতেই হবে, এটাই বাস্তবতা। এসব নিয়ে অনেকে অনেক কথা বলে বরং ওর ওপর চাপটা আরো বাড়িয়ে দিচ্ছে। মুস্তাফিজকে ওর মতো খেলতে দেওয়া উচিত। তা ছাড়া ইনজুরির পর ছন্দে ফিরতে সবারই সময় লাগে। তবে বোলিংয়ে বৈচিত্র্য আনাটা মুস্তাফিজের নিজেরও চেষ্টা থাকতে হবে। কারণ ওর বোলিং প্রতিপক্ষরা পড়ে ফেলছে। তাই এটা ওর জন্য জরুরি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন