ছ’বলে ছয় ছক্কা মারার রেকর্ড রয়েছে তাঁর নামে। তখন যুবরাজ সিং মাঠে নামলে ক্রিকেটপ্রেমীরা নড়েচড়ে বসতেন। সে এক সময় ছিল। সেই রাজা ও রাজ্যপাট কোনওটাই এখন আর নেই। যুবির পারফরম্যান্স যেন দিনের পর দিন তলানিতে ঠেকছে।
সময় এতটা খারাপ যাবে তা বোধ হয় স্বপ্নেও ভাবতে পারেননি যুবরাজ। স্টাইলিশ বাঁ-হাতি ব্যাটসম্যানের কাছে এই আইপিএল যে দুঃস্বপ্নের মতো কাটছে তা আর বলার অপেক্ষা রাখে না। চলতি আইপিএলে যুবি এমন রেকর্ডের মালিক হলেন যা যে কোনও ক্রিকেটারের কাছেই লজ্জার। এই মুহূর্তে পঞ্জাবের এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ৯১.৪২। আইপিএলে ৫০ বা তার বেশি বল খেলে ফেলা কোনও ব্যাটসম্যানের মধ্যে যা সর্বনিম্ন।
চলতি আইপিএলে যুবরাজ ইতিমধ্যে সাতটি ম্যাচ খেলেছেন। রান মাত্র ৬৪। অর্থাত্ তাঁর ব্যাটিং গড় মাত্র ১২.৮০। গত ম্যাচে যুবরাজকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব কর্তৃপক্ষ। আর তাতে একদল যুবি সমর্থক তাদের তুলোধনা করতে ছাড়েনি। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে যুবরাজের ১৪ বলে ১৪ রানের ইনিংসের পর সোশ্যাল সাইটজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। যুবির কেরিয়ার ফুরিয়ে এসেছে। জোরালো হচ্ছে এই দাবি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন