শিরোনাম

প্রচ্ছদ /   এক চোখে আইপিএলের খেলা দেখেছি- ডি ভিলিয়ার্স

এক চোখে আইপিএলের খেলা দেখেছি- ডি ভিলিয়ার্স

Avatar

রবিবার, মে ৬, ২০১৮

প্রিন্ট করুন

ভাইরাল জ্বরে কাবু ছিলেন। শেষ কয়েকটা ম্যাচ খেলতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আইপিএলের এই গুরুত্বপূর্ণ মোড়ে দলকে সাহায্য করতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন এবি ডি ভিলিয়ার্স।

গত শনিবার বেঙ্গালুরুর হয়ে মাঠে নামার আগে সে কথা বলেও ফেলেন এবি ডি ভিলিয়ার্স। তিনি জানান, “‌গত চার দিন ধরে কেমন যেন লাগছিল। ভাইরাল জ্বরে কাবু ছিলাম। অদ্ভুত ক্লান্তি গ্রাস করছিল। একবার হাসপাতালে গিয়েছিলাম। তারপর আর হোটেলের বাইরে যাইনি। ঘুমোতেও পারিনি। মাইগ্রেনের ব্যথায় অস্থির ছিলাম।”

এরপরেই এবি ডি ভিলিয়ার্স জানালেন অদ্ভুত এক তথ্য। তিনি জানান, “একে শরীরের এই হাল, তার ওপর চিন্নাস্বামীতে ঘরের মাঠে দুটো ম্যাচ মিস। গোটা ব্যাপারটাই বিরক্তিকর লাগছিল। খুবই হতাশ হয়েছিলাম। তবে ম্যাচ দুটো টিভিতে দেখেছিলাম। সত্যি বলতে কী, কখনও কখনও এক চোখেও দেখেছি। কারণ, মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছিল।”‌

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন