আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মুখোমুখি হবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে খেলাটি রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দরাবাদ অনুষ্ঠিত হবে। আইপিএলের ৩৬তম ম্যাচে মুখোমুখি হচ্ছে তারা। এ ম্যাচে থাকছে বিশ্বে সেরা অলরাউন্ডার বাংলাদেশের টেস্ট ও টি২০ দলে অধিনায়ক সাকিব আল হাসান।দিল্লি =৪০/১ ওভার= ৫ । পৃথ্বী শা= ২৯ , ম্যাক্সওয়েল=২(আউট) , আয়ার= ৮ । ওয়ার্ল্ড স্পোর্টস ২৪ ফেসবুক পেজ থেকে সব স্কোর দেখে নিন । হায়দ্রাবাদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে দিল্লি ।
সানরাইজার্স হায়দরাবাদ: শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রবীন্দ্র সাহা, মনিষ পাণ্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, মোহাম্মদ নবী, রশিদ খান, ভুবেনশর কুমার, সিদ্ধার্থ কাউল, সন্দীপ শর্মা। ওয়ার্ল্ড স্পোর্টস ২৪ ফেসবুক পেজ থেকে সব স্কোর দেখে নিন ।দিল্লি ডেয়ারডেভিলস: পৃথ্বী শা, নামান ওঝা, শেরাওশ আয়ার (অধিনায়ক), ঋষভ প্যান্ট (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শঙ্কর, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, লিম প্লাংকেট, অমিত মিশ্র, আভেশ খান, ট্রেন্ট বোল্ট ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন