নিতম্বের চোটে আয়ারল্যান্ড আর ইংল্যান্ড সফরে পাকিস্তান দলে পাচ্ছে না ইয়াসির শাহকে। সীমিত ওভারের ক্রিকেটে গত বছর অভিষেক হওয়া ১৯ বছর বয়সী তরুণ এখন টেস্ট দলেও নিজের জায়গা পাকা করে নেয়ার পথে। সাদা পোশাকে ৩২ বছর বয়সী ইয়াসিরের উত্তরসূরী হিসেবে নিজের আগমনীর জানানটা ভালোভাবেই দিচ্ছেন শাদাব। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ আছে তাদের।
এর একটি হয়ে গেছে। আরেকটি চলছে। এরপর ইংলিশদের বিপক্ষে দুই টেস্টের আসল লড়াই। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে কেন্টাবুরিতে কেন্টের বিপক্ষে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান। শুক্রবার থেকে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে চারদিনের আরেকটি প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে সফরকারিদের। প্রথম ম্যাচে কেন্টের বিপক্ষে মাত্র এক ইনিংসই বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন শাদাব। কেন্টের পতন হওয়া ৪ উইকেটের ২টি নিয়েছিলেন এই লেগস্পিনার।
ম্যাচের প্রথম দিনে নর্দাম্পটনশায়ারকে ২৫৯ রানে গুটিয়ে দিয়েছে পাকিস্তান, যাতে আসল ভূমিকাটা শাদাব খানেরই। লেগস্পিনের এই নতুন জাদুকর ৭৭ রানে তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৬টি উইকেট। গত বছরের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউনে অবশ্য তেমন ভালো করতে পারেননি এই লেগস্পিনার। প্রথম ইনিংসে ৯০ রানে ১টি উইকেট নিলেও পরের ইনিংসে উইকেটের দেখা পাননি তিনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন