স্যান্ড পেপার গেট’ কাণ্ডের পর ব্যাট হাতে ফের ক্রিকেট মাঠে ফিরলেন ডেভিড ওয়ার্নার৷ তবে দেশের হয়ে নয়, অস্ট্রেলিয়ান মিডিয়ায় প্রকাশিত খবর অনুয়ায়ী ডারউইন ক্রিকেট ক্লাবে কচিকাচাদের সঙ্গে ব্যাটিং ঝালিয়ে নেন ওয়ার্নার৷ ছোটদের ব্যাটিং টিপস দিতেও দেখা যায় তাঁকে৷ শুধু ব্যাটিংই নয় খুদে ক্রিকেটারদের অনুরোধে বোলিং করেন ওয়ার্নার৷ সঙ্গে তাঁদের জন্য অটোগ্রাফের আবদারও মেটান ডেভিড৷
অস্ট্রেলিয়ার একটি ড্রাইভিং সেফটি অ্যাপের প্রোমোশনের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন ওয়ার্নার৷ সেই অনুষ্ঠানের প্রচারে সংবাদমাধ্যমে মুখোমুখি হন অস্ট্রেলিয়ান বরখাস্ত সহঅধিনায়ক৷ দেশে ফিরে সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়ার পর এই প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন তিনি৷ বলা চলে একপ্রকার স্টিভ স্মিথের পথে হাঁটলেন ওয়ার্নার৷ আমেরিকা থেকে দেশে ফিরে কঠিন সময় ক্রিকেট অনুরাগীদের তাঁর পাশে থাকার জন্য শুক্রবার সোশাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছিলেন স্মিথ৷
একদিন পরে একই পথে হেঁটে স্যান্ড পেপার গেট কাণ্ডের পর ক্রিকেটভক্তদের পাশে পাওয়ায় তাঁদেরকে ধন্যবাদ জানালেন ওয়ার্নার৷ তিনি বলেন,‘মানুষের ভালবাসা পেয়ে আমি আপ্লুত৷ বল বিকৃতি কাণ্ডের পর মানুষ আমাদের ক্ষমা করে দিয়েছে৷ ভুল থেকে শিক্ষা নিয়েছি৷ ঐ ঘটনার পর যে ভালবাসা পেয়েছি তা ভোলার নয়৷’
কেপটাউন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় পরিকল্পিতভাবে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করায় দোষী প্রমাণিত হন ব্যানক্রফট সহ স্মিথ-ওয়ার্নার৷ এরপর ব্যানক্রফটকে নয় মাস ও স্মিথ-ওয়ার্নারকে এক বছর সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করে অজি ক্রিকেট বোর্ড৷
জানা গিয়েছে নির্বাসনের মাঝেই এই সময়টায় অস্ট্রেলিয়ার প্রান্তীয় অঞ্চলে ক্রিকেটের প্রচারের স্বার্থে কাজ করতে চান ওয়ার্নার৷ সেই কারণেই তিনি কচিকাচাদের সঙ্গে ক্রিকেটে মাতেন বলেও জানিয়েছেন৷ প্রান্তীয় অঞ্চলে ক্রিকেট প্রতিভা খুঁজে আনার পাশাপাশি আর্থিক সহায়তা ও পরিকাঠামো উন্নয়নের দিকেও নজর দিতে চান ওয়ার্নার৷
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন