শিরোনাম

প্রচ্ছদ /   মাঠে নামার আগে সুয়ারেজের হুঙ্কার

মাঠে নামার আগে সুয়ারেজের হুঙ্কার

Avatar

শনিবার, মে ৫, ২০১৮

প্রিন্ট করুন

লা লিগা জেতা হয়ে গেছে চার ম্যাচ বাকি থাকতেই। এই পরিস্থিতিতে রোববারের এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বার্সেলোনার লক্ষ্য মর্যাদার লড়াই জিতে অপরাজিত থাকা। লা লিগায় ইতিমধ্যেই টানা ৪১ ম্যাচ অপরাজিত থেকে নতুন রেকর্ড করে বসে রয়েছে বার্সেলোনা। যার মধ্যে রয়েছে চলতি মৌসুমের ৩৪ ম্যাচও। জিনেদিন জিদানের দল মেসিদের সেই অপরাজিত থাকার রেকর্ড ভাঙতে মরিয়া। যদিও মাঠে নামার আগেই বার্সেলোনার তারকা ফুটবলার লুইস সুয়ারেজের হুঙ্কার, ‘প্রথম পর্বের ম্যাচটা জিতেছিলাম।

রিয়ালের ঘরের মাঠে গিয়ে গোল করে মাঠ ছেড়েছিলাম। এবার নিজেদের মাঠেও এল ক্লাসিকো জিতে মৌসুমটা দুর্দান্ত ভাবে শেষ করতে চাই।’
বার্সেলোনা অপরাজিত থাকার সঙ্গে সঙ্গে ম্যাচ জিতে বিদায় সংবর্ধনা দিতে চায় আন্দ্রে ইনিয়েস্তাকে। এই মৌসুম শেষ হলেই যাকে খেলতে দেখা যাবে চিনের ক্লাবে। বার্সেলোনা অধিনায়ক ইনিয়েস্তা যদিও এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বৃহস্পতিবার অনুশীলন করেননি। তবে বার্সার সূত্রের খবর, ভালভার্দে এল ক্লাসিকোর জন্য তৈরি রাখছেন ইনিয়েস্তাকেও।

তবে এই ম্যাচ যেমন ইনিয়েস্তার শেষ এল ক্লাসিকো, ঠিক তেমনই বার্সেলোনার জার্সি গায়ে প্রথম এল ক্লাসিকো খেলতে নামবেন তাদের ব্রাজিলীয় ফরোয়ার্ড ফিলিপে কৌতিনহোর। গত বছরের শেষ দিকে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে গিয়ে ৩-০ জিতে ফিরেছিলেন লিওনেল মেসিরা। এবার বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে সেই বদলা নিতে পারবেন ক্রিস্টয়ানো রোনালদো?

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন