চলতি আইপিএলটা ভালো যাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। বেশিরভাগ ম্যাচেই দলটি তীরে এসে তরী ডুবিয়েছে। ৪টি ম্যাচ তারা হেরেছিল শেষ ওভারে এসে। প্রথম ৮ ম্যাচে জয় ছিল মাত্র দুইটি। খাদের কিনারায় দাঁড়িয়ে থেকে নবম ম্যাচে তারা জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। আর শুক্রবারের এই ম্যাচেই মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা গড়েছেন ছক্কার রেকর্ড। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি সব ধরনের টি-টুয়েন্টি মিলিয়ে ৩০০টি ছক্কা মেরেছেন।
পাঞ্জাবের দেওয়া ১৭৫ রানের রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ২১ বলে ক্রুনাল পান্ডিয়ার সাথে ৫৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রোহিত। এদিন ১৫ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন এই অধিনায়ক। মেরেছেন দুইটি ছক্কা। দুটিই আফগান স্পিনার মুজিব উর রহমানের করা ইনিংসের ১৭ তম ওভারে। প্রথম বলেই ছয় মেরে পূর্ণ করেন নিজের ৩০০ ছক্কার কোটা। ওভারের শেষ বলে আবার ছয় হাঁকান রোহিত। তাই বর্তমানে তার ছয়ের সংখ্যা ৩০১টি।
আন্তর্জাতিক টি-টিয়েন্টিতে তার ছক্কা ৭৮টি, আইপিএলে ১৮৩টি। বাকিগুলো সৈয়দ মুশতাক আলি ট্রফি, চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এসব টুর্নামেন্ট মিলিয়ে। টি-টুয়েন্টিতে ছক্কার বিশ্ব রেকর্ড মোটামুটিভাবে সব ক্রিস গেইলেরই দখলে। এই ফরম্যাটে সর্বোচ্চ ৮৪৪টি ছয় তার। তার পরেই আছেন কাইরন পোলার্ড (৫২৫), ব্রেন্ডন ম্যাককালাম (৪৪৫), ডোয়াইন স্মিথ (৩৬৭), শেন ওয়াটসন (৩৫৭), ডেভিড ওয়ার্নার (৩১৯) ও রোহিত নিজে।আইপিএলে সর্বোচ্চ ২৯০টি ছক্কা মেরেছেন গেইল। ১৮৩ ছয় নিয়ে তার পেছনেই আছেন রোহিত। তার পরই আছেন ১৮০টি করে ছক্কা হাঁকানো মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না ও এবি ডি ভিলিয়ার্স।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন