শিরোনাম

প্রচ্ছদ /   আজকের ম্যাচে ৭ ব্যাটসম্যান নিয়ে কোহেলিদের একাদশ প্রকাশ

আজকের ম্যাচে ৭ ব্যাটসম্যান নিয়ে কোহেলিদের একাদশ প্রকাশ

Avatar

শনিবার, মে ৫, ২০১৮

প্রিন্ট করুন

ছন্দহীন বেঙ্গালুরু কিছুটা হলেও ছন্দে ফিরেছে। সর্বশেষ মুম্বাইয়ের বিপক্ষে জয় দিয়ে প্লে-অফের রাস্তা খানিকটা হলেও সুপ্রসন্ন হয়েছে দলটির। তবে আজ (৫ মে) উড়তে থাকা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নামবে বেঙ্গালুরু।ম্যাচটি কোহলিদের জন্য অনেক বেশি গুরুত্ববয়। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফিরছেন দলটির ব্যাটিং স্তম্ভ এবি ডি ভিলিয়ার্স। জরে আক্রান্ত হয়ে সর্বশেষ দুটি ম্যাচে একাদশে ছিলেন না তিনি।এদিকে কেকেআরের মাঠে গেল ম্যাচে নারিন-রাসেলদের কাছে হেরে কিছুটা হলেও আন্ডার প্রেসারে চেন্নাই। আর এই সুযোগটা কাছে লাগাতে মরিয়া বেঙ্গালুরু।

পুনেতে বাংলাদেশ সয়ম বিকাল সাড়ে চারটায় ম্যাচটি শুরু হওয়ার আগে দেখা নেয়া যাক বেঙ্গালুরু একাদশের খুঁটিনাটি বিষয়য়াদি।অধিনায়ক-বিরাট কোহলিপয়েন্ট টেবিলে অবস্থান-৬ম্যাচ পূর্ব বেঙ্গালুরুর হেড কোচ ভেট্টরির বক্তব্য‘এবি ফিট হয়ে ফিরছেন। আগামী ম্যাচে ফিরবেন ডি ককও। আশা করি ম্যাচটি আমাদের জন্য সহজতর হবে।’

পিচ এবং কন্ডিশন
পুনের পিচ বেশ স্লো টাইপের। কিন্তু চলতি আইপিএলে সেরকম মনোভাব লক্ষ্য করা যায়নি। তাই আশা করা যাচ্ছে ধোনি-ডি ভিলিয়ার্সদের পাল্লায় পড়ে স্লো উইকেটও ব্যাটিং উইকেট হয়ে যাবে।হেড টু হেড
মোটেও ২১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যাতে ১৩বার চেন্নাই সুপার কিংস জয় লাভ করেছে এবং বেঙ্গালুর জিতেছে সাতবার। ট্রাই হয়েছে একটি ম্যাচে।

পরিবর্তন: আজকের ম্যাচে বেঙ্গালুরু শিবিরে দুই পরিবর্তন আসতে পারে। ডি কক ও মানন ভোহরার পরিবর্তে একাদশে সুযোগ মিলতে পারে এবি ডি ভিলিয়ার্স ও পার্থিব প্যাটেলের। এদিকে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দেশে গেছেন ডি কক। অন্যদিকে বাজে ফর্মের কারণে বাদ পড়তে পারেন মানন।

পজিশন: আজ মানন ভোহরার পরিবর্ততে বেঙ্গালুরের সেরা একাদশে দেখা যেতে পারে পার্থিব প্যাটেলকে। সেহেতু নিউজিল্যান্ড তারকা ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে তাকে। এরপর পজিশন তিনে খেলবেন অধিনায়ক কোহলি। আর চারে নামবেন সদ্য জর থেকে সেরে ওঠা এবি ডি ভিলিয়ার্স। এক কাথায় পছন্দের টপঅর্ডার দেখা যাবে আজ চেন্নাইয়ের বিপক্ষে।তিন ও চার নিশ্চিত হওয়ার পর পাঁচে দেখা যাবেন মানদীপ এবং ছয়ে কলিন ডি গ্রান্ড হোম। এছাড়া পেছনের দিকে ঝড়-ঝাপটা রক্ষা করতে প্রস্তুত অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও উমেশ যাদবরা।

সম্ভাব্য পারফর্মার
আজকের ম্যাচে বেঙ্গালুরের সম্ভাব্য পারফর্মার এবি ডি ভিলিয়ার্স। কথায় আছে, ডি ভিলিয়ার্স যেদিন ব্যাট হাতে দাঁড়িয়ে পড়ে সেদিন প্রতিপক্ষ বোলারদের চোখের পানি ঝড়িয়ে ছাড়েন। আর এমনটা চলতি আসরেও করে দেখিয়েছেন তিনি। চলতি আইপিএলে বেঙ্গালুরুর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী (২৮০) ডি ভিলিয়ার্সের দিকে তাকিয়ে থাকবে সবাই। আশা করা যায়, ফিট হয়ে ফেরা আফ্রিকান তারকা দারুণ চমক দেখাবেন।বিদেশি কোটায় চারজন: ব্রেন্ডন ম্যাককালাম, ডি ভিলিয়ার্স, ডি গ্রান্ডহোম ও সাউদি।বেঙ্গালুরের সম্ভাব্য একাদশ: পার্থিব প্যাটেল, ব্রেন্ডন ম্যাককালাম, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মানদীপ সিং, কলিন ডি গ্রান্ডহোম, ওয়াশিংটন সুন্দর, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ ও চাহাল।

পরবর্তী ম্যাচ: রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরের পরবর্তী ম্যাচ সাত মে।
প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।দেখাবে যেসব চ্যানেল: স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস, সিলেক্ট ওয়ান ও বাংলাদেশি চ্যানেল নাইন এবং ধারাবিবরণী শুনতে কান পাতুন রেডিও ৯২.৮-এ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন